রিমান্ড শেষে পুলিশকে যা বললেন আরাফাত সানি

তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে একদিনের রিমান্ড শেষ হয়েছে। ইতোমধ্যে তার দেয়া তথ্য ও অভিযোগকারীর তথ্য মিলিয়ে দেখতে কাজও শুরু করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৮ টার পর থেকে তাকে মামলার অভিযোগের বিষয়ে টানা জেরা করা হয়। ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব কথা নিশ্চিত করেছেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আরাফাত সানি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘আমি নির্দোষ। আমি সম্পূর্ণ নির্দোষ। যা হওয়ার হয়েছে, এখন আদালতের মাধ্যমেই সব সুরাহা হবে। ’
এ সময় সানি আরো বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কারো সাথে সম্পর্ক থাকলে অবশ্যই তার প্রতি আমার সম্মানও রয়েছে।
সানি-নাসরিন পুলিশের সূত্র আরো জানিয়েছে, মামলা হওয়ার প্রায় দুই সপ্তাহ ধরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করেছে। সাইবার ক্রাইমের বিশেষ কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তিনি স্বাভাবিক আচরণ করেছেন এবং পুলিশকে সহায়তা করেছেন বলে জানান ঐ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ২০১৭ আরাফাত সানির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা নামের ওই তরুণী। এ মামলায় রাবিবার আরাফাত সানিকে তার আমিনবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলায় ওই তরুণী অভিযোগ করেছেন, সাত বছর আগে পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র ধরে ২০১৪ সালের ৪ ডিসেম্বর উভয়ের পরিবারকে অবহিত না করেই সানির সঙ্গে তিনি গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু, বিয়ের পরে তাকে আনুষ্ঠানিকভাবে নিজ বাড়িতে তুলে না নিয়ে আরাফাত সানি সময়ক্ষেপণ করতে থাকেন।
অভিযোগে আরো বলা হয়, এমনকি তিনি সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিলেও সানি তাতে কান দেননি। এরপর গত ১২ জুন রাত ১.৩৫ মিনিটে সানি তার নাম ব্যবহার করে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এবং ওই আইডি দিয়ে তরুণীর নিজস্ব অ্যাকাউন্টে তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও একক ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে তাকে নানারকম হুমকি দিতে থাকেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন