রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইম বোমা উদ্ধার গাজীপুরে
গাজীপুর মহানগরের তারগাছ এলাকার একটি বালুরমাঠ থেকে রিমোট কন্ট্রোলসহ পাঁচটি তাজা টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে অভিযান চালিয়ে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশিদ এসব তথ্য জানান।
হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে ভোর পৌনে ৫টার দিকে ওই এলাকার বালুরমাঠ থেকে একটি রিমোট কন্টোলসহ ৫ টি টাইমবোমা উদ্ধার করে পুলিশ। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা ওই বোমা বহন করেছিল। পুলিশের ব্যাপক তৎপরতার কারণ দুর্বৃত্তরা সেগুলো ফেলে রেখে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন