রিমোট নষ্ট কিনা বোঝার উপায়
আপনার হাতের কাছে যদি কোনো রিমোট থাকে (টিভি, এসি যেকোনো ধরনের রিমোট), তাহলে রিমোটটির শীর্ষ প্রান্তে তাকান। দেখবেন সেখানে একটি ক্ষুদ্র বাল্ব রয়েছে।
রিমোটের শীর্ষ প্রান্তে থাকা এই ক্ষুদ্র বাল্বটি হয়তো আপনি এর আগেও বহুবার খেয়াল করেছেন কিন্তু এটা নিয়ে খুব একটা ভাবেননি।
যা হোক, রিমোটের যেকোনো বাটনে চাপ দিন এবং আপনার স্মার্টফোনের ক্যামেরা কিংবা ডিজিটাল ক্যামেরা দিয়ে বাল্বটির দিকে তাকান, দেখতে পাবেন সেটি জ্বলজ্বল করছে।
ক্ষুদ্র এই বাল্বটিকে বলা হয় আইআর ইমিটার এবং এর থেকে নির্গত আলো সাধারণত দৃশ্যমান নয়। এই আলো খুব সহজেই দেখা যায় ক্যামেরার মাধ্যমে। যা হোক, রিমোটের বাল্ব থেকে নির্গত এই আলো মোবাইলের ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরার মাধ্যমে দেখতে বলাটাকে স্বস্তা রোমাঞ্চিত করার সহজ কৌতুক ভাববেন না।
কারণ এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে, রিমোটটির কার্যকারিতা শেষ হতে চলেছে নাকি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। যদি রিমোটের বাল্বে ম্রিয়মান আলো দেখতে পান, তারমানে ব্যাটারি দূর্বল হয়ে গেছে। আর যদি কোনো আলো না দেখতে পান, তারমানে রিমোটটি নষ্ট।
অনেক সময় রিমোট কাজ না করলে আমরা বুঝতে পারি না যে, ব্যাটারি শেষ নাকি রিমোট নষ্ট। ফলে এ কৌশলে সহজেই তা জানতে পারবেন। তাছাড়া দোকান থেকে রিমোট কেনার ক্ষেত্রে, রিমোটটি ভালো কিনা তা বাসায় এনে বোঝার আগে, দোকানেই পরীক্ষা করে নিতে পারবেন এ কৌশলে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন