রিয়াল বেটিসের জালে রিয়াল মাদ্রিদের গোল উৎসব

অবশেষে জয়ের মুখ দেখল রিয়েল মাদ্রিদ। লা লিগায় রিয়াল বেটিসকে ৬-১ গোল উড়িয়ে দিল জিনেদিন জিদানের দল। গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জোড়া গোল করলেন ইসকো। পাশাপাশি একটি করে গোল করেছেন রাফায়েল ভারানে, করিম বেঞ্জিমা ও মার্সেলো।
লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা চার ম্যাচে হোঁচট খাওয়া রিয়াল শনিবার রাতে দুর্দান্ত শুরু করে। ম্যাচের চার মিনিটে বাঁ দিক থেকে টনি ক্রুসের ফ্রি- কিক ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে বল জালে জড়ান ভারানে। এই শুরু, তারপর যত ম্যাচ গড়িয়েছে ডানা মেলে উড়েছে জিদানের দল। রক্ষণের দুর্বলতার সুযোগে ৩১ মিনিটে ক্রুসের বাড়ানো বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জিমা। ৩৯ মিনিটে বেনজেমার শট এক ডিফেন্ডারের পায়ে লেগে মার্সেলোর কাছে গেলে সেটাকে তিনি জালে পাঠাতে ভুল করেননি।
বিরতির ঠিক আগে রোনালদোর দারুণ পাস ছয় গজ বক্সের বাইরে পেয়েছিলেন পেপে। নিজেই শট নিতে পারতেন, কিন্তু আরও নিশ্চিত করতে বাঁ দিকে ছুটে আসা ইসকোকে পাস দেন। বিনা বাধায় বল জালে জড়ান স্পেনের এই মিডফিল্ডার। বিরতির পরেও সেই দাপট রিয়ালের। তবে অবশ্য এক গোল খায় তারা। ৫৫ মিনিটে স্পেনের বেটিসের মিডফিল্ডার আলভারো সেজুদো একটি গোল ব্যবধান কমান। ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইসকো। ৭৮ মিনিটে দলের শেষ গোলটি করেন রোনালদো। মোরাতার সঙ্গে বল দেওয়া নেওয়া করে নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন গত সপ্তাহে জাতীয় দলের হয়ে দুই ম্যাচে পাঁচ গোল করা মাদ্রিদের রাজপুত্র।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন