রির্জাভ ডে’তে মুশফিকদের বড় জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএলের) প্রথম রিজার্ভ ডে’তে জয় পেয়েছে মুশফিকুর রহিমের মোহামেডান স্পোটিং ক্লাব। মঙ্গলবার তৃতীয় রাউন্ডের শেষ খেলায় লিজেন্ড অব রূপগঞ্জকে তারা হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এদিনের ম্যাচেও রানের ধারাবাহিকতায় ছিলেন ক্লাবটির আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম। অন্যদিকে বরাবরের মতই অফফর্মে রয়েগেছেন রূপগঞ্জের আইকন ক্রিকেটার সৌম্য সরকার।
এদিন ফতুল্লায় জয়ের জন্যে রূপগঞ্জের দেওয়া ২১৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভালো একটি সূচনা করেন মোহামেডানের দুই ওপেনার সৈকত আলী ও এজাজ আহমেদ। ওপেনিং জুটিতে করা তাদের অর্ধশত রানের উপর ভর করে মোহামেডান শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে পৌছে যায় জয়ের লক্ষ্যে। অবশ্য এদিনের জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে দলটির বিদেশী রিক্রুট উপল থারাঙ্গার। ৯৯ বল খেলে এদিন তিনি করেছেন ৭১ রান। এটিই ছিল দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ। তিনি আউট হলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার দায়িত্ব নেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এদিনও তিনি রানের ধারাবহিকতা ধরে রেখে ৬৪ বল খেলে করেছেন অপরাজিত ৫১ রান। যার মধ্যে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিল। এদিন জয়ের পথ পাড়ি দিতে শেষ পর্যন্ত তার সঙ্গি ছিলে দলের মিডলঅডার ব্যাটসম্যান আরিফুল হক। যার ব্যাট থেকে শেষ পর্যন্ত এসেছে অপরাজিত ২৪ রান।
রূপগঞ্জের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন, আবু হায়দার, মুরাদ খাঁন ও আসিফ আহমেদ।
আগের দিনের মাঠ কন্ডিশন মাথায় রেখে রিজাভডে’র সকালে টস জিতে রূপগঞ্জকে ব্যাট করার আমন্ত্রণ জানায় মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাটিং করতে নেমে দূর্দান্ত এক সূচনা করে রূপগঞ্জের দুই ওপেনার। মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকির শত রানের ওপেনিং জুটি ভাঙার পরই মূলত বিপর্যয় দেখা দেয় রূপগঞ্জ শিবিরে। মাঝে কিছুটা বিপর্যয় ঠেকানের চেষ্টা হলেও এর মধ্যে চলতে থাকে উইকেটের আসা যাওয়া। শেষপর্যন্ত ৪৬ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২১২ রান। দলের পক্ষে এদিন সর্বোচ্চ ৮৫ বলে ৬৩ রান আসে ওপেনার মিজানুর রহমানের ব্যাট থেকে। এ ছাড়া জুনায়েদ সিদ্দিকির ব্যাট থেকে আসে ৩৯ রান। এদিনও রূপগঞ্জের আইকন ক্রিকেটার সৌম্য সরকারের ব্যাট ততটা জ্বলে উঠেনি। এই ম্যাচে ২৬ বল খেলে তিনি করেছেন মাত্র ২০টি রান। অবশ্য তার মধ্যে ১টি ছক্কা ও ২টি চারের মার ছিল।
মোহামেডানের পক্ষে এদিন দূর্দান্ত বেলিং করেছেন নাঈম ইসলাম জুনিয়ার। ১০ ওভার বল করে তিনি নিয়েছেন ৪টি উইকেট। বিনিময়ে রান দিয়েছেন ৪৮টি। এই সুবাদেই তিনি হয়েছেন এদিনের ম্যাচ সেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন