বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রিয়াদ খেলবেন তো?

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াদকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার পিঠের ব্যথায় ঠিকঠাক মতো অনুশীলন করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে তার পরিবর্তে কাকে নেয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। কয় পেসার নিয়ে মাঠে নামবে হাথুরুসিংহের ছেলেরা, ঘুরপাক পাচ্ছে এই প্রশ্নটিও।

গতকাল মাশরাফির কাছেও পেসারদের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। অধিনায়ক স্পষ্ট করে কিছু বলতে চাননি। শুধু বলে যান, এ নিয়ে আমাদের আরো ভাবতে হবে।

ম্যাচের আগে পেসারদের নিয়ে এত আলোচনা হওয়ার কারণ আছে। পেসার সংখ্যা দেখলেই ‘গেম-প্লানে’র অনেক কিছু পরিষ্কার হবে।

রিয়াদের ব্যাপারে এই প্রতিবেদকের সঙ্গে সকালে কথায় হয় ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে। বোর্ডের নির্দেশ থাকায় স্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি তিনি। তবে তার কথায় ঠিকই আভাস পাওয়া গেছে রিয়াদকে নিয়ে চিন্তায় আছে দল।

আমিরাতের বিপক্ষে রিয়াদের অলরাউন্ডিং নৈপুণ্যে জয় পায় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ম্যাচেও শেষ দিকে দারুণ ব্যাট করে লড়াইয়ের স্কোর করতে সাহায্য করেন বিশ্বকাপের জোড়া সেঞ্চুরিয়ান।

এদিকে কয়েকটি সূত্র থেকে তিন/চার পেসার খেলানোর ব্যাপারে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। বিসিবির একটি সূত্র বলছে আজও চার নম্বর উইকেটে খেলা হবে। এই তথ্য থেকে অনুমান করা যায় তিন পেসারে যেতে পারে বাংলাদেশ। কেননা এই উইকেটটিতে তুলনামূলক কম ঘাস রয়েছে। লঙ্কানদের বিপক্ষে এই উইকেটে খেলা হয়েছিল।

সূত্রের দাবি, আজ সাকিবকে সাপোর্ট দিতে নাসির অথবা আরাফাত সানিকে খেলানোর একটা আলোচনা টিম মিটিংয়ে হয়েছে। ধারণা করা হচ্ছে অলরাউন্ডার হওয়ায় নাসিরের খেলার সম্ভাবনা বেশি। এই তথ্য থেকেও অনুমান করা যায় আজ তিন পেসারে যাওয়ার সম্ভাবনা প্রবল।

কেউ কেউ আবার বলছেন, মুস্তাফিজের জায়গায় আবু হায়দার রনিকে নিলেও নিতে পারে নীতিনির্ধারকরা।

রনির খেলার ব্যাপারে যুক্তি অবশ্য পক্ষে নয়। কেননা ভারতও কিন্তু পাকিস্তানের বিপক্ষে দুইজন ফাস্ট বোলার নিয়ে ভালোভাবে জিতেছে। বুমরাহ এবং নেহেরার সঙ্গে মিডিয়াম পেসার হিসেবে ছিলেন পাণ্ডে। বাংলাদেশ দলে এক্ষেত্রে তিন জন মূল পেসার ইতিমধ্যে ফিট আছেন-মাশরাফি, তাসকিন এবং আল-আমিন।

তিন পেসারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরেকটি সূত্র থেকে। আজকের উইকেট নাকি কিছুটা স্পিন সহায়ক হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!