রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রিয়ালকে জেতানোর চেষ্টা চলছে ‘এল ক্লাসিকোয়’?

আগামী মাসে স্প্যানিশ ফুটবলের মহারণ ‘এল ক্লাসিকো’য় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু বহু প্রতীক্ষিত এই ম্যাচের আগে এক লাইন্সম্যানের অভিযোগ তোলপাড় তুলেছে স্প্যানিশ ফুটবলে। পুলিশের কাছে সেই রেফারি অভিযোগ করেছেন, তাঁকে নাকি ওই ম্যাচে রিয়াল মাদ্রিদের পক্ষে ‘কাজ’ করতে বলা হয়েছে।
অভিযোগকারী লাইন্সম্যানের নাম-পরিচয় গোপন রেখেই এ ব্যাপারে তদন্তে নেমে গেছে স্প্যানিশ পুলিশ। তাঁর নাকি এল ক্লাসিকোয় লাইন্সম্যানের ভূমিকায় থাকার কথা। তিনি অভিযোগ করেছেন, রিয়াল-বার্সা লড়াইয়ে যে রেফারিকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে, তিনি নাকি তাঁকে ফোন করে ওই ম্যাচে রিয়ালের পক্ষে কাজ করার অনুরোধ জানিয়েছেন। পরে রেফারিদের সংগঠন থেকেও এ ব্যাপারে তাঁর ওপর চাপ প্রয়োগ করা হয়।
এল ক্লাসিকোর এখনো মাসখানেক বাকি। এত আগে ওই ম্যাচের রেফারি ও লাইন্সম্যান চূড়ান্ত হয়ে গেছে কিনা, এটা অবশ্য একটা বড় প্রশ্ন। তবে এল ক্লাসিকোর মতো বড় ম্যাচগুলোতে বেশ আগেই সাধারণত রেফারি-সহকারী রেফারিদের একটা তালিকা তৈরি হয়ে যায়। যেটি চূড়ান্ত হয় ম্যাচের এক সপ্তাহ আগে। রেফারিদের সংগঠন থেকে অবশ্য এই অভিযোগ উড়িয়েই দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতেই রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য হোসে অ্যাঙ্গেল জিমেনেজ মুনোজ ডি মোরালেস এ ধরনের অভিযোগকে ‘রূপকথার গল্প’ হিসেবেই আখ্যায়িত করেছেন।
এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে অবশ্য এই মৌসুমের শুরুতেই রিয়াল নিয়ে একটা মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ‘এবারের লা লিগা রিয়ালের জন্য সহজ করার জন্য সম্ভব সব কিছুই করা হতে পারে।’
তিনি আরও বলেছিলেন, সাত মৌসুমে মাদ্রিদের ঘরে মাত্র একটা শিরোপা যাওয়ার ব্যাপারটি কোনো মতেই মেনে নেওয়া হবে না। তারা যেন শিরোপা পায় সেজন্য খুব বিপজ্জনক নীলনকশার আশঙ্কা রয়েছে। অন্য দলগুলোর জন্য এবারের মৌসুমের শিরোপা জয় কঠিনই করে ফেলা হতে পারে।
সিমিওনের মন্তব্য ও সর্বশেষ অভিযোগে রিয়াল মাদ্রিদ স্বাভাবিকভাবেই প্রচণ্ড খেপেছে। দলটির সমর্থকেরা পরিসংখ্যান দিয়েই প্রমাণ করতে চাইছেন এ সবের অসারতা। এই মৌসুমে বার্সেলোনা যেখানে ৭টি পেনাল্টি পেয়েছে, রিয়াল পেয়েছে মাত্র ১টি। তাঁদের যুক্তি, এই হিসাবই তো বলে দিচ্ছে লা লিগা কর্তৃপক্ষ আদৌ রিয়ালের প্রতি পক্ষপাতদুষ্ট কিনা। সূত্র: মেইল অনলাইন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি