রিয়াল-বার্সেলোনার বড় জয়, শীর্ষে আতলেতিকো
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চারটি ম্যাচে ড্র করে কিছুটা সমালোচনার মুখেই পড়েছিল রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর অবশ্য দারুণভাবেই লড়াইয়ে ফিরেছে স্পেনের অন্যতম সেরা এই ক্লাব। ইসকো, ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমার দারুণ নৈপুণ্যে ভর করে নিচের সারির ক্লাব রিয়াল বেটিসকে হারিয়েছে ৬-১ গোলের বড় ব্যবধানে। লা লিগার অপর ম্যাচে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও পেয়েছে বড় জয়। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে বার্সা জিতেছে ৪-০ গোলে। তবে লা লিগার শীর্ষস্থান এখনো নিজেদের দখলেই রেখেছে আতলেতিকো মাদ্রিদ। শনিবার আতলেতিকো ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে গ্রানাডাকে।
রিয়াল বেটিসের বিপক্ষে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল রিয়াল। ৪ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন রাফায়েল ভারনে। ৩১ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটি এসেছে বেনজেমার পা থেকে। ৩৯ ও ৪৫ মিনিটে বেটিসের জালে আরো দুবার বল জড়িয়েছেন মার্সেলো ও ইসকো। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় ইসকো করেছেন নিজের দ্বিতীয় গোলটি। ম্যাচের শেষভাগে এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোও যোগ দিয়েছেন দলের গোল উৎসবে। ৭৮ মিনিটের মাথায় পর্তুগিজ এই তারকা করেছেন ম্যাচের শেষ গোলটি। ৫৫ মিনিটে বেটিসের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেছেন সেজুদো।
লা লিগার গত ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে হেরে গেলেও আন্তর্জাতিক বিরতির পর আবার জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। দেপোর্তিভোকে হারিয়েছে ৪-০ গোলে। ইনজুরি কাটিয়ে দলে ফেরা লিওনেল মেসি খেলেননি ম্যাচের শুরু থেকে। ৫৫ মিনিটের মাথায় মাঠে নামার পর গোল করতেও অবশ্য বেশি সময় নেননি এই আর্জেন্টাইন তারকা। ৫৮ মিনিটে নেইমারের পাস থেকে বল পেয়ে সেটা জড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের জালে। বার্সেলোনা অবশ্য জয়ের কাজটা সেরে রেখেছিল প্রথমার্ধেই। ২১ ও ৩৬ মিনিটে দুটি গোল করেছিলেন রাফিনহা। আর ৪৩ মিনিটে বার্সার অপর গোলটি এসেছে সুয়ারেজের কল্যাণে।
লা লিগার এবারের সপ্তাহে অবশ্য সবচেয়ে বড় ব্যবধানের জয়টা পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। নিচের সারির ক্লাব গ্রানাডাকে তারা উড়িয়ে দিয়েছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে। মজার ব্যাপার হলো, খেলার শুরুতে পিছিয়ে পড়েছিল আতলেতিকো। ১৮ মিনিটের মাথায় গ্রানাডার পক্ষে গোল করেছিলেন আইজাক কুয়েনকা। তবে নিজেদের মাঠে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি ডিয়েগো সিমিওনের শিষ্যরা। ৩৪, ৪৫ ও ৬১ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন ইয়ানিক কারাস্কো। ৬৩ ও ৮১ মিনিটে আরো দুটি গোল করেছেন নিকোলাস গাইতান। ৮৫ ও ৮৭ মিনিটে আতলেতিকোর অপর দুটি গোল এসেছে অ্যাঞ্জেল কোরেরা ও থিয়াগোর পা থেকে।
গ্রানাডার বিপক্ষে বড় এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে আতলেতিকো। আট ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ঘরেও জমা হয়েছে ১৮ পয়েন্ট। তবে গোলগড়ের ব্যবধানে পিছিয়ে আছে রিয়াল। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে চতুর্থ স্থানে। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন