রিয়াল মাদ্রিদ ছাড়ছেন পেপে
রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন পেপে। চলতি মাসেই এই পর্তুগিজ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মাদ্রিদের ক্লাবটির।
রিয়েল আর চুক্তি বাড়াতে আগ্রহী নয় পেপের সঙ্গে। সে কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পেপে। যদিও পর্তুগিজ ফুটবলারটির সঙ্গে ইংল্যান্ডের বহু ক্লাব যোগাযোগ রেখেছে। প্যারিস সাঁ জা ছাড়াও ইন্টার মিলানও রয়েছে পেপেকে নেওয়ার দৌঁড়ে।
২০০৭ সালে পোর্তো থেকে রিয়েল মাদ্রিদে আসেন পেপে। দশ বছর চুটিয়ে খেলেছেন। পেপে জানিয়েছেন, ‘রিয়েল মাদ্রিদ ছাড়ছি। আমার কাছে বেশ কিছু ক্লাবের প্রস্তাব রয়েছে। সবকিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব। ’ কিছুটা অভিমানী হয়েই রিয়েল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পেপে। মৌসুমের শুরুতে তাঁর সঙ্গে আরও ২ বছরের চুক্তি করতে চেয়েছিল রিয়েল। কিন্তু কোচ জিদান ইদানিং প্রথম একাদশে খেলাচ্ছিলেন না পেপেকে। যদিও জিদানের উপর কোনো ক্ষোভ নেই পেপের। তিনি বলেই দিয়েছেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না। রিয়েলের সাফল্যের পেছনে জিদানের অনেক অবদান রয়েছে। ’
সূত্রের খবর ইন্টার মিলান বা প্যারিস সাঁ জাঁ-য় যাওয়ার সম্ভাবনা বেশি পেপের। রিয়েলের হয়ে তিনবার লা-লিগা, তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দু’বার কোপা ডেল রে, দু’বার ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন পেপে। কিন্তু চোটের জন্য এই মৌসুমে খুব বেশি সুযোগ পাননি তিনি। সূত্র: আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন