‘রিয়েলম্যান’-এ নেই হ্যাপির রিয়েল কণ্ঠ
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নাম নাজনীন আক্তার হ্যাপি। বিভিন্ন সময় নানা কারণে আলোচিত ও সমালোচিত হয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এ অভিনেত্রী নিজেকে এখন পুরোপুরি মিডিয়ার অন্তরালে রেখেছেন। তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেলেও কণ্ঠ শুনতে পারবেন না দর্শক।
শফিক হাসানের ‘ধূমকেতু’ শিরোনামের সিনেমায় হ্যাপি একটি আইটেম গানে নেচেছেন। এছাড়া ‘রিয়েলম্যান’ সিনেমায় তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার শুটিং সম্পন্ন করলেও এ সিনেমায় তিনি ডাবিং করেননি বলে রাইজিংবিডিকে জানিয়েছেন সিনেমাটির পরিচালক বদরুল আমিন।
এ প্রসঙ্গে বদরুল আমিন বলেন, ‘রিয়েলম্যান সিনেমার ডাবিংয়ের জন্য মোবাইল ফোনে হ্যাপির সঙ্গে যোগাযোগ করা হলে অন্য একজন পুরুষ ফোনটি রিসিভ করেন। হ্যাপির সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হলে অন্য একজনকে দিয়ে সিনেমার ডাবিং শেষ করেছি।’
তিনি আরো বলেন, ‘সিনেমাটির ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ করে সেন্সরে বোর্ডে জমা দিব। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছি।’
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপির। এ সিনেমায় হ্যাপির বিপরীতে অভিনয় করেন অভি। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মৌসুমী, শাবনূর ও ফেরদৌস। এরপর তিনি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন