রিয়েল মাদ্রিদের প্রেসিডেন্ট হতে চান রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা তিনি। টেনিস খেলে বিশ্বখ্যাত হওয়া স্পেন স্টার কিন্তু ভবিষ্যতে ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের প্রেসিডেন্ট হতে চান। নিজে টেনিস খেললেও ফুটবলপ্রেমী তিনি।
নাদাল বলেন, ‘‘আপনারা যদি জিজ্ঞেস করেন যে এটা হতে আমার ভাল লাগবে কি না, অবশ্যই আমার ভাল লাগবে, কেন নয়?’’
এই মুহূর্তে লা লিগার শীর্ষে রয়েছে মাদ্রিদ। বার্সেলোনা থেকে এক পয়েন্ট পিছিয়ে। যাতে উচ্ছ্বসিত নাদাল। নিজে প্রেসিডেন্ট হতে চাইলেও বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের কাজে খুশি তিনি। ‘‘আমাদের দল যে ভাবে চলছে সেটা দারুণ। প্রেসিডেন্ট অসাধারণ কাজ করছে। আমার মনে হয় না রিয়েল মাদ্রিদের আমাকে প্রয়োজন আছে। কিন্তু আমরা কেউ জানি না ভবিষ্যতে কী হবে। আজকে আমি যেটা বলেছি সেটাও গুরুত্বপূর্ণ।’’
১৪ বারের গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদালের কাকা খেলতেন বার্সেলোনায়। মিগুয়েল অ্যা়ঞ্জেল নাদাল খেলতেন রক্ষণে। সেই থেকেই ফুটবলপ্রেম। কিন্তু ফুটবলটা তার খেলা হয়নি। নাদাল স্বীকার করে নিয়েছেন, বিষয়টা সাধারণ নয়। কিন্ত এটাই তার স্বপ্ন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন