সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রুদ্ধশ্বাস জয়ে হােয়াইটওয়াশ এড়ালো ইংল্যান্ড

ভারত-ইংল্যান্ডে তৃতীয় ওয়ানডেতেও রানের বন্যা দেখলো ক্রিকেট সমর্থকরা। তবে আগের দুই ম্যাচে ভারত জিতলেও শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয়ে হােয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে ইংল্যান্ড।

শেষ ম্যাচে হারলেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। এর ফলে অধিনায়কের দায়িত্ব নিয়ে টেস্টের পর প্রথম চ্যালেঞ্জেই ওয়ানডে সিরিজ জিতলেন বিরাট কোহলি।

টস হেরে প্রথম ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রান করে ইংল্যান্ড। জবাবে ৯ উইকেট হারিয়ে ৫ রান দূরে থাকতে থামে ভারতের ইনিংস।

আগে দুই ম্যাচেও রানের বন্যা দেখেছিল দর্শকরা। প্রথম ম্যাচে ইংলিশরা আগে ব্যাট করে করেছিল সাড়ে তিনশ রান। পরের ম্যাচে তো প্রথম ব্যাট হাতে ৩৮১ রান তােলে ভারত। দুটি ম্যাচেই জয় পায় কােহলির দল।

রোবারের ম্যাচে বড় স্কােরে ইংল্যান্ডের হয়ে সর্বােচ্চ ৬৫ রান করেন জেসন রয়। কেউ সেঞ্চুরি না পেলেও এই ম্যাচে সুযোগ পাওয়া জনি বেয়ারস্ট্রাের ৫৬, বেন স্টোকসের অপরাজিত ৫৭, অধিনয়াক ইয়ন মরগানের ৪৩ ও ক্রিস ওকসের ১৭ বলে ৩৪ রানে আবারও তিনশ ছাড়ানো স্কাের গড়ে ইংল্যান্ড।

ভারতের হয়ে হার্দিক পান্ডেয়া ৩টি ও রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নেন।

ইংলিশ ইনিংসের জবাব দিতে নেমে শুরুতে দুই উইকেট হারানাে পর ৬৫ রানের জুটি গড়ে হাল ধরেছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও যুবরাজ সিং। কোহলি ৫৫ আর যুবি ৪৫ রান করে আউট হলে ব্যাকফুটে চলে যায় ভারত। এদিন বড় স্কাের খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি (২৫)। তবে ষষ্ঠ জুটি ১০৪ রানে জুটি গড়ে ভারতে ম্যাচে ফেরান পান্ডেয়া ও কেদার যাদব। ৪৩ বলে ৫৬ রান করে আউট হন পান্ডেয়া।

পান্ডেয়া ফিরলেও ভারতকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন যাদব। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম বলে ছক্কা অার পরের বলে চার মারেন যাদব। শেষ চার বলে জয়ের জন্য দরকার হয় ৬ রানের। ভারতের ড্রেসিংরুমে জয় উৎযাপনের প্রস্তুতি চলার সময় পরপর দুটি ডটবল করেন ক্রিস ওকস। আর পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট যান যাদব। ৭৫ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন যাদব। তবে প্রথম ম্যাচে ৭৯ বলে ১২০ রান করে দল জেতালেও এ যাত্রায় সেটা করতে পারেননি তিনি। শেষ বলেও কোন রান নিতে ব্যর্থ হলে ৫ রানের জয় পায় ইংলিশরা।

ইংল্যান্ডের হয়ে বেন স্টােকস ৩টি ও জ্যাক বল ও ক্রিস ওকস নেন ২টি করে উইকেট।

দুদলের মধ্যেকার তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি কানপুরে।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির