রুপালি পর্দার কিংবদন্তি নায়িকা সুচিত্রা সম্পর্কে ৯টি গুরুত্বপূর্ণ অজানা তথ্য

মহানায়িকা সুচিত্রা সেনের আজ মৃত্যুদিন। ২০১৪ সালে আজকের দিনেই তিনি মৃত্যুবরণ করেন। তার সম্পর্কে ৯টি অজানা তথ্য
সুচিত্রা সেন একমাত্র অভিনেত্রী যিনি দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে অস্বীকার করেছিলেন।
তাঁর প্রথম ছবি ছিল শেষ কোথায়। ছবিটি রিলিজ করেনি।
প্রথমদিকে অভিনয় করতে চাননি সুচিত্রা। তাঁর ইচ্ছা ছিল গায়িকা হওয়ার। তিনি এর জন্য অডিশনও দিয়েছিলেন। কিন্তু পরিচালক সুকুমার দাশগুপ্ত তাঁকে অভিনয়ের অফার দেন।
সুকুমার দাশগুপ্তের সহকারী নীতিশ রায় তাঁর নামকরণ করেন সুচিত্রা। এর আগে তিনি ছিলেন রমা।
তিনি প্রথম অভিনেত্রী যিনি ১৯৬৩ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ছবিটি ছিল সাত পাকে বাঁধা।
সত্যজিৎ রায় তাঁর চৌধুরানি ছবির জন্য সুচিত্রা সেনকে নায়িকা হিসেবে চেয়েছিলেন। কিন্তু সুচিত্রা সেন ডেট দিতে পারেননি। সেই কারণে ছবিটিই বানাননি সত্যজিৎ রায়।
শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। বলিউডেও কাজ করেছিলেন সুচিত্রা সেন। দেবদাস, আঁধি, মমতার মতো ছবিতে তিনি অভিনয় করেছিলেন।
তবে রাজ কাপুরের অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন। শোনা যায় রাজ কপুর ফিল্মি কায়দায় তাঁকে ছবির অফার দিয়েছিলেন। মাটিতে হাঁটু গেড়ে বসে হাতে ফুলের তোড়া নিয়ে প্রস্তাব দিয়েছিলেন তিনি। সুচিত্রার নাকি সেটাই পছন্দ হয়নি।
ধর্মেন্দ্রকে তাঁর ডাক নাম “D” দিয়েছিলেন সুচিত্রা। মমতা ছবির সময় ধর্মেন্দ্রকে তিনি এই নামেই ডাকতেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন