শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রুবেলের গল্প নিয়ে শুরু হলো বৃদ্ধাশ্রম

সঙ্গীতশিল্পী হিসেবেই শ্রোতাপ্রিয় এস ডি রুবেল। তবে নিজের গানের মিউজিক ভিডিওতে সব সময়ই একজন অভিনেতা হিসেবে প্রশংসার দাবি রেখেছেন। প্রয়াত পরিচালক এহতেশাম জীবদ্দশায় তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও দিয়েছিলেন; কিন্তু সে সময় তিনি গান নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে, চলচ্চিত্রে অভিনয়ের কথা ভাবেননি।

২০১১ সালে এস ডি রুবেল প্রথম মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় এভাবেই ভালোবাসা হয়ে যায় চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন শাবনূর। চলচ্চিত্রে রুবেলের অভিনয় প্রশংসিত হয়। এরপর থেকেই রুবেল একটি গল্প নিয়ে ভাবতে শুরু করেন। সেই গল্পটিরই পরবর্তীকালে নাম দেন বৃদ্ধাশ্রম। রুবেলের গল্প নিয়ে এর চিত্রনাট্য করেন কমল সরকার। সরকারি অনুদানে স্বপন চৌধুরীর নির্দেশনায় রুবেলকে নায়ক হিসেবে নিয়ে এর নির্মাণকাজ শুরু হয়েছে গত ২১ নভেম্বর থেকে।

এস ডি রুবেল অভিনীত এই দ্বিতীয় চলচ্চিত্রে তাকে দেখা যাবে শিক্ষিত একজন বেকার, কিন্তু একজন সমাজসেবকের ভূমিকায়। খুব সহজে বলতে গেলে বলা যায় বৃদ্ধাশ্রম-এ নায়কের ভূমিকায় অভিনয় করছেন রুবেল। এতে তার বিপরীতে আছেন ববি। ববি আসছে ডিসেম্বরে এতে অভিনয় শুরু করবেন।

২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত টানা শুটিংয়ে অংশ নিয়েছেন সৈয়দ হাসান ইমাম, শম্পা রেজা, এস ডি রুবেল ও মাহমুদুল ইসলাম মিঠু।

বৃদ্ধাশ্রম-এ অভিনয় প্রসঙ্গে এস ডি রুবেল বলেন, ‘এভাবেই ভালোবাসা হয়ে যায় মুক্তির পর আমি আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু বৃদ্ধাশ্রম-এর গল্পটি যেহেতু আমার নিজের এবং এটি যেহেতু সরকারি অনুদান পেয়েছে, তাই কাজটি করছি। আমি আমার চরিত্রটিতে যথাসম্ভব মনোযোগ দিয়ে অভিনয় করার চেষ্টা করছি। বৃদ্ধাশ্রম প্রেম, ভালোবাসা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির চলচ্চিত্র। আমরা প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে কাজটি করছি।’
সৈয়দ হাসান ইমাম বলেন, ‘চলচ্চিত্রটিতে আমি দাদার চরিত্রে অভিনয় করছি। এতে আমার ছেলের চরিত্রে মিঠু ও ছেলের স্ত্রীর চরিত্রে শম্পা রেজা অভিনয় করছেন। তাদের ছেলের চরিত্রে অভিনয় করছেন রুবেল। তো আমাকে একটা সময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এর প্রতিবাদ করে আমার নাতি রুবেল। খুব ভালো লাগছে কাজটি করে। খুব কাছ থেকে জীবনকে অন্যরকমভাবে উপলব্ধি করতে পারছি এই চরিত্রে অভিনয় করে।’

এস ডি রুবেল জানান, নতুন বছরের মার্চ অথবা এপ্রিল মাসে মুক্তি দেয়ার লক্ষ্যে বৃদ্ধাশ্রম-এর নির্মাণকাজ চলছে।

এ দিকে এস ডি রুবেলের ৩৭তম একক অ্যালবাম ‘অচেনা শহর’ ডিজিটাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। চলতি বছরের শেষপ্রান্তে সিডি আকারে বাজারে পাওয়া যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত