রুবেলের প্রেম কাহিনী নিয়ে টেলিফিল্ম বানাবেন হ্যাপি
চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের প্রেম কাহিনীর কথা সবারই জানা। মূলত রুবেলের সাথে দ্বন্দ্ব তৈরি হওয়ার পর থেকেই ফেসবুকে নানা বিষয়ে স্ট্যাটাস দিয়ে আসছেন হ্যাপী। এবার ফেসবুক স্ট্যাটাসে হ্যাপী জানালেন, তিনি তার নিজের ভালোবাসার গল্প নিয়ে একটি টেলিফিল্ম বানাবেন।
ফেসবুক স্ট্যাটাসে হ্যাপী লিখেছেন, আমার love story নিয়ে একটি telefilm বানাব। যেখানে পুরো ঘটনা তুলে ধরবো। এখানে বানোয়াট কোন কাহিনী ব্যবহার করব না। আমার সাথে যা যা হয়েছে ঠিক তাই তাই দেখানো হবে। অনেক ঘটনা আছে যা কেউ জানে না। লেখা শুরু করব আগামীকাল থেকে। আমি নিজে এখানে অভিনয় করব।
তবে রুবেলের character এ কে অভিনয় করবে এটা এখনো ঠিক করতে পারছি না। বাগেরহাটের লোকাল ভাষা জানে আর cricket বোঝে এমন কাউকে লাগবে। আর খুব ভাল অভিনেতা হতে হবে যে রুবেলের Character তুলে ধরতে পারবে। সবচেয়ে বড় কথা হল এখানে আমি কিছুই লুকাবো না। এমনকি বেশিরভাগ লোকেশনও আসল লোকেশন দেখাব। এবং পোষাকের বিষয়টাও মিল রাখার চেষ্টা করব। কোন টিভি চ্যানেলের কথা ভাবছি না। অনলাইন রিলিজ করব।আমার target হুবুহু সবকিছু তুলে ধরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন