’রুবেল কেন, আরো ১৪-১৫ জন ক্রিকেটার দলে ছিল ’
প্রশ্নটা আর কারো নয়, স্বয়ং বিতর্কিত নাজনীন আকতার হ্যাপির। রুবেলের সঙ্গে তিনি যে বিতর্কে জড়িয়েছেন, সেটা নিজেকে সবার সামনে টেনে এনে নিজের স্বার্থ হাসিল করার জন্য। ভক্তদের এমন অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন তোলেন হ্যাপি। সম্প্রতি এক অনলাইন টক শো অনুষ্ঠানে রুবেল ও নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেখানেই বিষয়টি উঠে আসে।
শুরু থেকেই হ্যাপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নিজেকে মিডিয়াতে হাইলাইট করতেই জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন হ্যাপি।
টক শোতে এ ব্যাপারে প্রশ্ন তোলা হলে হ্যাপি জানান, তাই যদি হবে তাহলে রুবেল কেন আরো অনেক ক্রিকেটার ছিলো দলে। তাদের কারোর সঙ্গে এমনটা করতে পারতাম।
তিনি বলেন, ‘এই ব্যাপারটিতে মানুষের কাছে আমার অভিযোগ রয়েছে। আমি যদি নিজেকে হাইলাইট করতেই এমন করবো, তাহলে রুবেল হোসেন কেন? বাংলাদেশে কি আর কোন সেলিব্রেটি নেই? আমাদের সিনেমা জগতে কি কেউ নেই?’
তিনি আরো বলেন, ‘ক্রিকেট অঙ্গনেও কি কেউ ছিলো না? রুবেল ছাড়া? দলে তো আরো ১৪-১৫ জন সদস্য রয়েছেন, তারা কেন নয়? আমিতো তাদের সঙ্গে এমনটা করিনি!’ বিশ্বকাপের আগে রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন হ্যাপি। তার অভিযোগ, পেসার রুবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যাবহার করেছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন