রুবেল হোসেনের পাঁচ উইকেট, মোস্তাফিজের দুই

নিউজিল্যান্ড সিরিজে খেললেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চলতি ভারত সফরে স্কোয়াডে জায়গা পাননি দুই পেসার রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। তারা এখন খেলছেন বিসিএলে।
এখন চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের দ্বিতীয় রাউন্ডের খেলা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের মধ্যকার খেলা। এই ম্যাচে দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
রবিবার ম্যাচটির দ্বিতীয় দিনে পাঁচটি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। ১০ ওভার বল করে ২২ রান দেন তিনি। আর ৯ ওভার বল করে ৩২ রান দিয়ে দুইটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।
গতকাল ম্যাচের প্রথমদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৪০৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। এরপর পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ১৪৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। ফলো অনে পড়ে পূর্বাঞ্চল আবার ব্যাট করতে নামে। পাঁচ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে তারা দ্বিতীয় দিনের খেলা শেষ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন