রুশ এস-৩০০ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান
ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এস-৩০০ –এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান। শনিবার দেশটি এ পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি। তবে ঠিক কোন অঞ্চলে এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে তা জানায়নি।
প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত এই এস-৩০০ ক্ষেপণাস্ত্র ইরান রাশিয়ার কাছ থেকে কিনেছে। ইতোমধ্যেই এই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে।
পরীক্ষায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র সফলতার সঙ্গে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শণাক্ত করে বলে জানা গেছে। শণাক্ত করার পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে অনুসরণ ও প্রতিহত করে এস-৩০০। পরীক্ষার সময় ইরানের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস-৩০০ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পরীক্ষার পাশাপাশি এটি পরিচালনায় ইরানের সেনা কর্মকর্তারা কতোটুকু পারদর্শী হয়েছে তা যাচাই করাও এই পরীক্ষার অংশ ছিলো।
উল্লেখ্য, ২০০৭ সালে রাশিয়া ও ইরানের মাঝে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তর সম্পর্কিত একটি চুক্তি সম্পাদিত হয়। সেই চুক্তি অনুসারে ২০১৬ সালের অক্টোবর মাসে ইরানের হাতে এস-৩০০ হস্তান্তর প্রক্রিয়া শেষ করে মস্কো। এবার ইরান এটিকে নিজের মতো করে নামকরণ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন