রুশ পরমাণু বোমারু বিমানের গতিরোধ করল ইউরোপীয় ৪ দেশের যুদ্ধবিমান

রাশিয়ার পরমাণু বোমাবহনে সক্ষম দু’টি বোমারু বিমানের গতিরোধ এবং গতিপথ ঘুরিয়ে দিতে করতে ইউরোপের চার দেশ যুদ্ধবিমান পাঠিয়েছিল। রুশ তোপলোভ টিউ-১৬০ ব্ল্যাকজ্যাক বোমারু বিমান দু’টি উত্তরাঞ্চলীয় স্পেন থেকে নরওয়ের দিকে উড়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।
অবশ্য, এ ঘটনা গত মাসের ২২ তারিখে ঘটলেও তা সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ব্রিটেনের চারপাশ ঘিরে ওড়ার পথে রুশ পরমাণু বোমারু বিমানের গতিরোধ করতে এবং গতিপথ পরিবর্তন করতে যুদ্ধবিমান পাঠিয়েছিল নরওয়ে, ব্রিটেন, ফ্রান্স এবং স্পেন।
স্পেনের সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির দূরবর্তী দক্ষিণাঞ্চলে এ জাতীয় ঘটনা ঘটেছে। নরওয়ে অবশ্য প্রথম রুশ দুই বিমানের অস্তিত্ব টের পায় এবং তাদের গতিরোধের জন্য এফ-১৬ জঙ্গি বিমান পাঠিয়ে দেয়। এদিকে বিমান দু’টি ব্রিটেনের আকাশসীমার কাছে যাওয়ার পর ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী বা আরএএফ’এর দু’টি টাইফুন বিমান পাঠানো হয়। অবশ্য ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ বিমানগুলো তাদের আকাশসীমায় ঢোকে নি।
এ দুই বিমানকে তাড়া করতে ফ্রান্স দু’টি র্যাফেল যুদ্ধবিমান পাঠায়। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোর দু’টি ঘাটির সঙ্গে যোগাযোগ রক্ষা করেই তারা যুদ্ধবিমান পাঠিয়েছিল।
এদিকে স্পেনের আকাশ সীমায় কাছে দিয়ে উড়ে যাওয়ার সময় দেশটি দু’টি এফ-১৮ যুদ্ধবিমান পাঠিয়েছিল।
গত নভেম্বরে ব্রিটেনের আকাশ থেকে একই ভাবে দু’টি ব্ল্যাকজ্যাক বোমারু বিমান হটিয়ে দেয়ার জন্য আরএএফ’এর দু’টি টাইফুন যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। এ ছাড়া, এর এক মাস আগে নর্থ সি’র আকাশে রুশ জেটবিমানের গতিরোধ করেছিল আরএফএর’র টাইফুন যুদ্ধবিমান।
বিশ্বের সর্ববৃহৎ বোমারু বিমান টিউ-১৬০কে শ্বেত রাজহাঁসও বলা হয়। সাড়ে সাত হাজার মাইল পাল্লার এ বোমারু বিমান চার ক্রুসহ ১৬টি পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ১৯৮৭ সাল থেকে রুশ বিমান বাহিনী এ বিমান ব্যবহার করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন