রেকর্ড গড়ায় মাশরাফিকে ২৫,০০০ টাকা পুরষ্কার

গত শুক্রবার মাঠে নেমে ঝড় তুলেছিলেন বাংলাদেশের ওয়ানডে ও টি টুয়েন্টি অধিনায়ক ও চলতি ডিপিএলে কলাবাগান ক্রিড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। শেখ জামালের বিপক্ষে ৫১ বলে ১০৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ড এখন তার দখলে।
আর এ রেকর্ড গড়া শতকের জন্য মাশরাফিকে কলাবাগান ক্রীড়া চক্রের পক্ষ থেকে পুরষ্কার হিসেবে দেওয়া হবে ২৫ হাজার টাকা। মঙ্গলবার কলাগাবান ক্রীড়া চক্র বিষয়টি নিশ্চিত করে।
জানানো হয়েছে যে, মঙ্গলবার বিকালে কলাবাগান ক্রীড়া চক্রের অনুশীলন শেষে মাশরাফি বিন মুর্তাজার হাতে পুরষ্কারস্বরূপ ২৫ হাজার টাকা তুলে দেয় দলটির কর্তৃপক্ষ।
ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এ শতকটি হাঁকান মাশরাফি বিন মোর্তুজা। তার ৫১ বলে ১০৪ রানের ইনিংসে ছিল ১১ টি ছক্কা। চার ছিল দুইটি। লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ডের পাশাপাশি আরো একটি রেকর্ড গড়েছেন মাশরাফি।
ঢাকা প্রিমিয়ার লীগে কোনো ম্যাচে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড এখন মাশরাফির। এর আগে এ রেকর্ড ছিল এজাজ আহমেদ ও আনামুল হক বিজয়ের। দুজনই হাঁকিয়েছিলেন ১০ টি ছক্কা।
নিজেদের শেষ ম্যাচে শেখ জামালের বিপক্ষে জয় ছিনিয়ে আনলেও টুর্নামেন্টে তেমন ভালো অবস্তানে নেই মাশরাফি বিন মুর্তাজার দল। ছয় ম্যাচে তার দল জয় পেয়েছে মাত্র দুইটিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন