রেকর্ড গড়েই জিততে হবে ইংল্যান্ডকে

চতুর্থ ইনিংস চেজ করে ইংল্যান্ডের জয়ের রেকর্ড সর্বোচ্চ ৩৩২ রানের। মেলবোর্নে ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিতেছিল তারা। সেই ধারাবাহিকতায় চতুর্থ ইনিংস চেজ করে আরো অনেক ম্যাচই জিতেছিল তারা, কিন্তু বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২০৯ রান চেজ করে জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের।
২০১০ সালের মার্চে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি জিতেছিল ইংল্যান্ড। অধিনায়ক অ্যালিস্টার কুকের অসাধারণ এক শতকের ওপর ভর করে সেই ম্যাচে তারা নয় উইকেটে জয় তুলে নেয়।
প্রায় ছয় বছর পর সেই একই মাঠে ইংল্যান্ডের সামনে ২৭৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাচে জিততে পারবে ইংল্যান্ড? অবশ্য গত কয়েকদিনে উইকেটের যে চরিত্র দেখা যাচ্ছে, এই রান চেজ করে অতিথি দলটির জেতা খুব একটা সহজ হচ্ছে না।
মিরপুরে বাংলাদেশ ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট খেলা সরাসরি দেখুন (LIVE ভিডিও)
করাণ গত তিনদিন মূলত এই উইকেটে স্পিনাররা প্রাধান্য দেখিয়েছে। তা ছাড়া সময় যত গড়াচ্ছে, উইকেটের চরিত্র ততই পাল্টাচ্ছে। যা ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিনই হয়ে উঠছে। তাই ইংল্যান্ডকে জিততে হলে রেকর্ডই গড়তে হবে।
অবশ্য ম্যাচ জয়ের ক্ষেত্র রেকর্ড ইংল্যান্ডেরই পক্ষে। বাংলাদেশের বিপক্ষে এর আগে খেলা নয় টেস্টের মধ্যে সবকটিতেই জিতেছে তারা। তাঁর মধ্যে আটিটি টেস্টেই ইংল্যান্ড খুবই বড় ব্যবধানে জিতেছে। শুধু চট্টগ্রামে সর্বশেষ টেস্টে মাত্র ২২ জিতেছিল সফরকারী দলটি। এবার ঢাকায় দশম টেস্টে কী করে সেটাই এখন দেখার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন