রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে হারালো ভারত

ওয়ানডেতে জিম্বাবুয়েকে ধরাশায়ী করার পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছন্দপতন। মাঠের বাইরের সময়টাও খারাপ যাচ্ছিল। ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে পুরো বিশ্বে যখন হৈচৈ পড়ে গেল তখনই মাঠে বসেই এর জবাবটা দিল টিম ইন্ডিয়া। জিম্বাবুয়েকে কোন প্রকার ছাড় না দিয়ে রীতিমত রেকর্ড গড়ে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিল ধোনিবাহিনী। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো ১০ উইকেটে জেতা হয়নি ভারতের।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। চিবাবা এবং মাসাকাদজা দু জনই ব্যক্তিগত ১০ রান করে ফিরে যান। তিন নম্বরে নামা পিটার মুর এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলে স্রান শো। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এক ওভারেই তিন উইকেট নেয়ার রেকর্ড গড়েন স্রান। স্রানের ৪ উইকেট এবং বুমরাহর ৩ উইকেটের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান করে ভারত। ইনিংস সেরা ৩১ রান করেন মুর।
১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকে ভারতের দু ওপেনার লোকেশ রাহুল এবং মন্দিপ সিং। মাত্র ১৩.১ ওভারেই বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। মন্দিপ ৫২ এবং রাহুল ৪৭ রানে অপরাজিত থাকেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন