রেকর্ড পাতায় নাম লেখাতে আর মাত্র ১ রান দরকার তামিমের!

বাংলাদেশ ক্রিকেট দলের প্রায় সকল রেকর্ডই তামিম ইকবালের দখলে। টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ফরম্যাটেরই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের সংগ্রহ মোট ৯৯৯৯ রান। মানে প্রথম বাংলাদেশি হিসেবে ১০ হাজার রান থেকে মাত্র ১ রান দূরে আছেন বাংলাদেশের এই ডেশিং ওপেনার।
তামিম ইকবাল এখন পর্যন্ত ৪৯ টি টেস্ট ম্যাচে ৯৪ ইনিংসে ব্যাট করে ৩৯.৫৩ গড়ে রান করেছেন ৩৬৭৭। সর্বোচ্চ ২০৬ রান। টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ৮টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২২টি।
এদিকে ১৬২ ওয়ানডেতে তামিমের সংগ্রহ ৩২.৪০ গড়ে ৫১২০ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রান। ওয়ানডে ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ৭টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৩৪টি।
তামিম টি-২০তে বাংলাদেশের হয়ে ৫৫ বার ব্যাট হাতে মাঠে নেমেছেন। ২৪.০৪ গড়ে করেছেন ১২০২ রান। সেঞ্চুরির সংখ্যা ১টি, হাফ সেঞ্চুরি করেছেন ৪টি। ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান।
ডাম্বুলায় আগামী ২৫ শে মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে টাইগারদের ওয়ানডে সিরিজ। সেদিন যদি তামিম ইকবাল অন্তত রানের খাতা খুলতে পারেন তাহলেই প্রবেশ করবেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে ১০ হাজারীদের ক্লাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন