রেকর্ড বইয়ের অধ্যায়ে ‘ব্যাপক পরিবর্তন’ আনলো মুস্তাফিজ
স্পোর্টস আপডেট- টেস্ট, ওয়ানডেতে বিস্ময়ের পর বিস্ময় উপহার দিয়েছেন কার্টার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান । টি-টোয়েন্টি জয় করাটা বাকি ছিল। এই সংস্করণেও যে তিনি অনুজ্জ্বল, তা নয়। কিন্তু ওই যে বলা হলো, ১-২ উইকেট আসলে মুস্তাফিজের ক্ষেত্রে যায় না!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রাপ্তির খাতা শূন্য হলেও খালি হাতে ফিরতে হয়নি টাইগার মুস্তাফিজের। বল হাতে একের পর এক চমক দেখিয়ে মূলপর্বের তিনটি ম্যাচেই নয় উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। আজ অনুষ্ঠিত হলো ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের ফাইনাল ম্যাচটি। তবে এই টুর্নামেন্টের ইনিংস সেরা বোলার হিসেবে সবার ওপরেই আছেন কাটার মাস্টার মুস্তাফিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে গড়া তার বোলিং ফিগারটিই কিন্তু বিশ্বকাপের সেরা বোলিং ফিগার।
২২ রানে ৫ উইকেট! এবারের টি২০ বিশ্বকপে বেস্ট বোলিং ফিগার। সুপার টেনে ইনজুরিতে তিন ম্যাচের বেশি খেলতে না পরলেও টাইগার পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে টপকাতে পারেননি কেউই।
বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলেই নিয়েছেন ৯ উইকেট। ইনজুরি কাটিয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরেই দেখালেন চমক। ৩০ রানে নিলেন ২ উইকেট।
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে করলেন বোল্ড। তার কাটারে বোকা বনে যাওয়া মিচেল মার্শ আউট হলেন সাকিব আল হাসানের ক্যাচ দিয়ে।
একই মাঠে ভারতের বিপক্ষেও সপ্রতিভ মুস্তাফিজকেই দেখা গেল। নিলেন ৩৪ রানে ২ উইকেট। উইকেট দুটির মধ্যে একটি এই সময়ে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। আরেকটি রবীন্দ্র জাদেজার।
অন্য ম্যাচগুলোয় ‘আংশিক’ দেখা গেলেও ইডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখা যায় মুস্তাফিজের ‘পূর্ণদৈর্ঘ্য’ পারফরম্যান্স।
কাটার, ইয়র্কার, স্লোয়ার আর নিখুঁত লেন্থে বোলিংয়ে ১, ২ করে নিলেন কিউইদের পাঁচ উইকেট। চূড়ায় উঠতে না পারলেও ৪ ওভারে ২২ রান ৫ উইকেট নিয়ে রেকর্ড বইয়ের বেশ কিছু অধ্যায়ে এল পরিবর্তন।
টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়ে এখনো সবার ওপরেই আছেন ইলিয়াস সানি। টি-টোয়েন্টি সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার মুস্তাফিজ।
কদিন আগে হল্যান্ডের বিপক্ষে ১৯ বছর ১৯১ দিনে ৫ উইকেট নিয়ে শীর্ষে স্কটল্যান্ডের মার্ক ওয়াট। মুস্তাফিজ নিয়েছেন ২০ বছর ২০২ দিনে। তবে একটি জায়গায় ওপরেই আছেন মুস্তাফিজ।
টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানে ৫ উইকেট নেওয়া জেমস ফকনারকে ছাপিয়ে ইনিংসে সেরা বোলিং মুস্তাফিজের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন