রেজার ব্লেডের ধার বাড়াতে লাগবে জিনসের প্যান্ট!
ধুত্তোর! অফিসে যাওয়ার সময় হয়ে গেল। এমনিতেই হাতে আর বেশি সময় নেই। তার উপর দাঁড়ি কাটতে গিয়ে দেখলেন রেজারের ব্লেডের ধার কমে গিয়েছে। কেমন রাগটাই না হয় বলুন তো! মাথার ভিতরটা মুহূর্তের মধ্যে যেন মাইক্রোআভেন!
এই বার আবার পাড়ার দোকানে দৌড়তে হবে। কাহাতক আর এই ঝামেলা সহ্য করা যায়! তার উপর এই ডিসপোজাল রেজারের ব্লেডগুলোর ধারও বেশি দিন থাকে না। রেজারের ব্লেড কিনতে কিনতেই যেন পকেট গড়ের মাঠ।
মোক্ষম সময়ে রেজারের ব্লেডের ধার কমে যাওয়া নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছেন আপনি। আর চিন্তা নেই। একটি ছোট্ট কৌশলেই রেজারের ব্লেডের ধার আবার ফেরত নিয়ে আসতে পারেন আপনিও। শেভ করার সময় হঠাৎ করে রেজারের ধার কমে যাওয়া যেমন ঝামেলার। তেমনিই ভোঁতা ব্লেড দিয়ে শেভ করাটাও যন্ত্রণাদায়ক। কী করবেন? উপায়টা কিন্তু খুবই সোজা।
রেজারের ব্লেডের ধার তৎক্ষণাৎ বাড়িয়ে তুলতে পারেন পুরনো জিনসের সাহায্যে। জিনসের প্যান্টের উপর থেকে নীচে পর্যন্ত রেজার ব্লেডটি বার কুড়ি চালিয়ে দিন। দেখবেন ব্লেডের ধার বেড়ে গিয়েছে এক্কেবারে ম্যাজিকের মতো। এই ভাবে আরও কয়েক দিন ভোঁতা হয়ে যাওয়া রেজার ব্লেড অনায়াসেই ব্যবহার করতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন