রেনেগেডস থেকে বাদ পড়লেন গেইল

বিগব্যশে রেনেগেডসের হয়ে খেলতেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। তবে এবার দল থেকে বাদ পড়লেন এই ব্যাটিং দানব। নতুন তিন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে দলটি। আর বর্তমানে বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চিটাগাং ভাইকিংসের হয়ে খেলছেন গেইল।
গতবার বিগব্যাশ আসর চলাকালীন গেইলের নিজের জন্য তৈরি ‘গোল্ডেন ব্যাট’নিয়ে খেলতে নেমে বেশ সমালোচিত হন। এছাড়া, অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ক্রিকেট আসরে এক নারী সাংবাদিককে সরাসরি তার সঙ্গে ডেট-এ যাওয়ার প্রস্তাব দিয়ে বেশ ঝামেলা সম্মুখীনই হতে হয়েছিল তাকে। আর এই বিতর্কিত আচরণের জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি।
তবে এবার গেইলের সামনে বিগব্যাশ মাতানোর সুযোগই থাকছে না। আসন্ন এই বিগব্যাশ টুর্নামেন্টে রেনেগেডসের হয়ে যোগ দিয়েছেন গেইলের স্বদেশি স্পিনার সুনীল নারিন। এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাড হগ এবং মার্কাস হ্যারিস যোগ দিয়েছেন এই দলে।
গেইলের সঙ্গে আরও বাদ পড়েছেন নাথান হারিজ এবং ক্যামেরুন গ্যানন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন