শনিবার, আগস্ট ১৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রেলের উন্নয়নে সাড়ে ১২শ কোটির টাকার ঋণ দেবে ইআইবি

বাংলাদেশের অবকাঠামো খাতে বড় বিনিয়োগ ঘোষণা করেছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। গত ১৫ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের জন্য সাড়ে ১৩ কোটি ইউরোর বা প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার একটি ঋণ প্রস্তাব অনুমোদন করেছে ইআইবির বোর্ড সভা।

আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডাবল লাইন নির্মাণে সহঋণদাতা হিসেবে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে।গত দুই বছর ধরে এদেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়িয়ে ইআইবি আগামীতেও দেশের এ খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

ইআইবির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট জনাথন টেইলর জানান, ইআইবির এক্সটার্নাল ম্যান্ডেটের দুটি উদ্দেশ্য পূরণ করবে রেলওয়ের প্রকল্পটি। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সড়ক থেকে রেলপথে যাত্রী স্থানান্তরে ভূমিকা রাখবে এটি। পাশাপাশি পরিবহন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে এ রেলপথ। এ কারণেই প্রকল্পটিতে ঋণ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনে উন্নীত করার অংশ হিসেবে আখাউড়া থেকে লাকসাম ডাবল লাইন প্রকল্পটি ব্যয় হবে প্রায় ৫৫ কোটি ৫০ লাখ ইউরো বা ৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে ৩৩ কোটি ২০ লাখ ও ইআইবি ১৩ কোটি ৫০ লাখ ইউরো। বাকি অর্থ বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে।

ইআইবি বলছে, জ্বালানি তেলের ব্যবহার হ্রাসের মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমবে। ফলে প্রকল্পটি ইআইবির জলবায়ু অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে সহায়তা করবে। স্থানীয় জনগণের স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নেও ভূমিকা রাখবে এটি। এছাড়া সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রকল্পটি গণপরিবহনের ব্যবহার বৃদ্ধি এবং জাতীয় অর্থনৈতিক ও আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে।

জানা যায়, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম ৩২১ কিলোমিটার রেলপথের মধ্যে ডাবল লাইন ১৮৭ কিলোমিটার। টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত ৬২ কিলোমিটারও আগামী মাসে চালুর কথা রয়েছে। তবে আখাউড়া থেকে লাকসাম ৭১ কিলোমিটার সিঙ্গেল লাইন রয়ে গেছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের এ অংশ ডাবল লাইনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ডাবল লাইনের পাশাপাশি ডুয়াল গেজ ট্রেন চলাচল ব্যবস্থাও চালু করা হবে।

এতে প্রকল্পটির আওতায় নতুন ডুয়াল গেজ লাইন নির্মাণের পাশাপাশি বিদ্যমান লাইনটি ডুয়াল গেজে রূপান্তর করা হবে। এরই মধ্যে প্রকল্পটির ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হয়েছে। এখন মূল্যায়ন পর্যায়ে রয়েছে। আগামী বছর শুরু হয়ে ২০২০ সালে ডাবল লাইন ডুয়াল গেজের কাজ শেষ করার কথা।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা