রেল বন্ধ আন্দোলনে, পুলিশ ব্যস্ত সেলফিতে

পৃথক রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহারে টানা চারদিন ধরে চলছে আন্দোলন। অবরোধ করে রাখা হয়েছে রেল চলাচল। ব্যস্ততা নেই রেল স্টেশনে। পুরুষকর্মীরা আন্দোলন ঠেকাতে ব্যস্ত থাকায় নারী পুলিশকর্মীদের তেমন কাজই নেই। তাই সময়টাকে উপভোগ করতে তারা মেতেছেন সেলফি তোলায়। আর এমন দৃশ্যই ধরা পড়েছে পশ্চিমবঙ্গের নিউ কোচবিহার স্টেশনে।
মঙ্গলবার সকাল থেকেও লাঠিতে দলীয় পতাকা লাগিয়ে রেললাইনে বিক্ষোভ দেখাচ্ছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সমর্থকরা। কিন্তু রেল অবরোধ তুলতে পুলিশ কিংবা রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। তারই টুকরো দৃশ্য যেন দেখা গেল স্টেশনে।
অভিযোগ, অবরোধকারীদের হটানোর বদলে আড্ডায় মেতেছেন পুলিশকর্মীরা। ব্যস্ততা নেই। তাই কেউ কেউ নিশ্চিন্তে ঘুমিও নিচ্ছেন গাছের নিচে পাতা বেঞ্চেই।
কোচবিহারের পুলিশ সুপার সুনীল যাদব জানান, রেল পুলিশ কোনো ব্যবস্থা নিলেই তারা পাশে থাকবে। রেল আবার পালটা পুলিশের উপরই অবরোধকারীদের হটানোর দায় দিচ্ছে। সবমিলিয়ে নিউ কোচবিহার স্টেশনে অবরোধ তোলার কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।
আর এসবের মাঝে নারী পুলিশকর্মীদের সেলফি তোলা নিয়ে কেউ কেউ হেসে বলছেন, পুলিশকর্মী বলে কি সেলফিতে আক্রান্ত হতে নেই!
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন