রোনাল্ডোদের হুমকি দিয়ে যা বললেন নেইমার
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও তাদের খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই। পরিস্থিতি যে কোনও সময় পাল্টে যেতে পারে বলেই মনে করেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তারকা স্ট্রাইকার নেইমার।
লিগে টানা তিন ম্যাচে ড্র করা বার্সেলোনা এবার পয়েন্ট তালিকার নিচে থাকা ওসাসুনার বিপক্ষে খেলবে। এখানে প্রত্যাশিত জয় পেলে রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়ে ৩ পয়েন্ট করতে পারবে কাতালান ক্লাবটি। অবশ্য দিনের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জিতলে আবার ৬ পয়েন্টে এগিয়ে যাবে জিনেদিন জিদানের দল।
গত শনিবার ঘরের মাঠে মরশুমের প্রথম এল ক্লাসিকোয় লুইস সুয়ারেজের গোলে এগিয়ে গিয়ে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু শেষ দিকে সার্জিও রামোসের গোলে ন্যু ক্যাম্পে মূল্যবান ১ পয়েন্ট নিশ্চিত করে রিয়াল।
চলতি মরশুমে এখনও পর্যন্ত অপরাজিত রিয়াল। তবে যে কোনও সময় চিত্রনাট্য পাল্টে যেতে পারে বলে মনে করেন বার্সার ব্রাজিলিয়ান তারকা৷ নেইমার বলেন, ‘লা লিগা একটা ম্যারাথন টুর্নামেন্ট। অনেক কঠিল লড়াই এখানে৷ আমাদের মাদ্রিদের দিকে তাকানো উচিত নয়, বরং নিজেদের কাজটা করা উচিত। শেষে গিয়ে দেখা যাবে কি হয়। শীর্ষে থাকা দল কখনোই নিশ্চিন্তে থাকতে পারে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন