রোহিঙ্গা হত্যাকাণ্ডের নিন্দা সংসদীয় কমিটির
মিয়ানমারে সরকারি বাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি রোহিঙ্গাদের ওপর দেশের সরকারি বাহিনীর হত্যাযজ্ঞে তীব্র নিন্দা জানিয়েছে। কমিটির নিরীহ মিয়ানমারের রোহিঙ্গারকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা প্রতিহত করতে বিশ্বকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছে।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন ও দিলারা বেগম অংশ নেন।
এ প্রসঙ্গে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘শান্তিতে নোবেল পেয়ে সুচি তার দেশে অশান্তির কাজ করছেন। তিনি নিজে মদদ দিয়ে সামরিক বাহিনীকে দিয়ে নিরীহ রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছেন। আমরা কমিটির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানিয়েছি।’
কমিটি রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে উল্লেখ করে সৈয়দ নজিবুল বশর বলেন, ‘জাতিসংঘসহ বিশ্বের যেসব দেশ ও সংস্থা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ওপর চাপ দিচ্ছেন, তাদের বলতে চাই, আপনারা মিয়ানমারের ওপর চাপ দিয়ে এই গণহত্যা বন্ধ করে সেই দেশের নাগরিক রোহিঙ্গাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।’
বৈঠকে ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর ঘটনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম পীঠস্থান হিসেবে আখ্যায়িত করা হয়। এ সময় সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটির বৈঠকে ২০১৬ সালের হজ ব্যবস্থাপনা সম্পর্কে পর্যালোচনা করা হয়। পাশপাশি ২০১৬ সালের হজে সৃষ্ট সমস্যা ও ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ করা হয়। পাশপাশি ২০১৭ সালের হজে ওই সমাধানের প্রতিফলন ঘটানোর জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন