‘রোগীদের সাথে পশুর মতো আচরণ পরিহার করুন’ : নাসিম
রোগীদের সাথে পশুর মতো আচরণ পরিহার করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘অনেকেই পশুর মতো আচরণ করেন। এ সব পরিহার করুন। মানুষের স্বাস্থ্যসেবা দিতে ভালভাবে কাজ করুন।’
নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজের কাজের অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভায় শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন না হলে এ দেশে মার্শাল ল’ জারি হতো।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া জ্বালাও-পোড়াও করে সেই নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু শেখ হাসিনা নির্বাচন করে দেশের মানুষকে শান্তি দিয়েছে। এখন বিএনপি যতই দাবি তুলুক না কেন আগামী নির্বাচন ২০১৯ সালেই হবে। এক দিনও আগে হবে না। বহির্বিশ্বের মতই ওই নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে এবং তাতে আওয়ামী লীগ বিজয়ী হবে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন তারেক রহমানের কাছে বন্দ হয়ে আছেন। তিনি হুকুম দিয়ে দু’জন বিদেশীকে হত্যার ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে খালেদা জিয়া এই সরকারের পতন ঘটাতে চেয়েছেন। কিন্তু শকুনের দোয়ায় গরু মরে না, মরবেও না।’
কুষ্টিয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ইফতেখার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।
এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন