রোজায় স্বাস্থ্য: রোজায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে যা করবেন
মহান রোজাব্রত পালনের সময় অনেকেই কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যায় ভোগেন। সারা দিন পানি পানের পরিমাণ কমে যাওয়ায় রমজান মাসে সব রোজাদারই কমবেশি কোষ্ঠকাঠিন্যে ভোগেন।
আঁশযুক্ত খাবার কম খেলেও হতে পারে কোষ্ঠকাঠিন্য। আবার খাবারের পরিমাণ বেশি হলে, অতিরিক্ত মসলাযুক্ত ও ভাজা-পোড়া খাবার খেলে রোজাদারদের অনেক সময় পেট ফেঁপে যায়, পেটে শব্দ হয়, পায়ুপথ দিয়ে ঘন ঘন বায়ু বের হয়। খাবার ঠিকমতো হজম না হলে এ রকম হতে পারে। আবার ডিম, ছোলা পেটে গ্যাস উৎপন্ন করে।
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে যা করবেন
১. প্রচুর পানি পান করুন।
২. ইফতারিতে ফলের জুস পান করুন। তবে বাজারের প্যাকেটজাত জুস থেকে সাবধান। এগুলো উপকারের চেয়ে অপকারই করে বেশি। ফলের জুস ছাড়া ফ্রেশ ফল খান।
৩. আঁশযুক্ত খাবার (যেমন : আটা, শিমের বিচি, ছোলা, শাকসবজি, ফল) বেশি করে খান।
৪. চিনি, মিষ্টি ও কেক, পেস্ট্রি, চকলেট কম খান।
৫. খেজুর খেতে পারেন। প্রচুর আঁশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে।
৬. ডিম, ছোলা, মুড়ি কম পরিমাণে খান।
৭. তেল-মসলাযুক্ত খাবার পরিহার করুন।
৮. ভাজা-পোড়া খাবারকে না বলুন।
৯. নিয়মিত মলত্যাগের অভ্যাস করুন।
১০. কোষ্ঠকাঠিন্য দূর না হলে লেক্সিটিভ জাতীয় ওষুধ (যেমন : ল্যাকটুলোজ) খেতে পারেন। তবে যেকোনো ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন