রোনালদোকে বার্সেলোনায় চান নেইমার
বার্সেলোনার সতীর্থ ও পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি নন। চির-প্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের ‘পোস্টার বয়’ ক্রিশ্চিয়ানো রোনালদোরই বড় ভক্ত নেইমার। শনিবার এক সাক্ষাৎকারে এ কথাই ফাঁস করলেন তিনি।
সেই সঙ্গে সিআর সেভেনের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার ইচ্ছাও প্রকাশ করলেন তিনি। তবে, অন্য কোনও দলে নয় ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক চান রোনালদো বার্সেলোনায় খেলুক।
নেইমার তাঁর সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি রোনালদোর ভক্ত। তিনি একজন কিংবদন্তি ফুটবলার। বার্সেলোনায় আমরা যদি একসঙ্গে খেলতে পারি তবে সেটা খুব ভাল ব্যাপার হবে।’
প্রসঙ্গত, সিআর সেভেন ২০১৮ সাল অবধি রিয়ালে খেলার কথা বলেছেন। তবুও প্রিমিয়ার লীগে তাঁর পুরোনো দল ম্যানচেস্টার ইউনাইটেড এবং ফরাসি লীগে পিএসজিতে রোনালদোর যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।
নেইমার নিজে অবশ্য তাঁর অন্য দলে যাওয়ার গুঞ্জনকে পাত্তা দেননি। বার্সেলোনায় যে তিনি ভাল আছেন তা তাঁর বক্তব্যেই স্পষ্ট।
এদিনি তিনি বলেন, ‘বার্সেলোনায় খেলতে পেরে আমি গর্ববোধ করি। পাশাপাশি সতীর্থদের সঙ্গে খেলাটাকেও খুব উপভোগ করি।’
চ্যাম্পিয়ন্স লীগ জেতার প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের চ্যাম্পিয়ন্স লীগে বার্সেলোনার মতই অনেক ভাল দল রয়েছে। তাই খেতাব ধরে রাখাটা সহজ হবে না। আমি শুধু বলতে পারি খেতাবটি জিততে আমরা সবরকম চেষ্টা করব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন