রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অতঃপর ধামাচাপা

রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের পর ৩ লাখ পাউন্ডের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ এনেছে জার্মান ম্যাগাজিন ডার স্পাইগেল। তবে এমন অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন পর্তুগিজ অধিনায়ক।
ম্যাগাজিনটি জানায়, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ স্ট্রাইকার ২০০৯ সালে এমন একটি ঘটনার সঙ্গে জড়ান। পরে তা ধামাচাপা দেওয়ার জন্য ২০১০ সালে বিশাল অঙ্কের অর্থ দেওয়া হয়। রিপোর্টটিতে আরও বলা হয়েছে সেই নারী একটি চিঠির মাধ্যমে অভিযোগ দিয়েছিলেন। আর তখন তার বয়স ছিল ২০ বছর।
এমন খবর প্রকাশের পর রোনালদোর এজেন্টের পক্ষ থেকেও অবশ্য একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে তিনি বলেছেন, এটি একটি ‘মনগড়া সাংবাদিকতার অংশ’ আর এমন অভিযোগ ‘ভয়ানক ও বিরক্তিজনক’। রোনালদো আরও জানান-এমন মেয়েকে তিনি চেনেন না।
এজেন্টের বিবৃতিতে এই খরবকে পুরোপুরি ভুয়া ও বানোয়াট বলে আখ্যা দেওয়া হয়। পাশাপাশি রোনালদো ম্যাগাজিনটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন