মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোনালদোর সামনে রেকর্ডের হাতছানি

ইউরো কাপে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও পোল্যান্ড। লড়াইটি যতটা না দলগত তারচেয়ে বেশি হবে দুই দলের অন্যতম দুই তারকা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কির মধ্যে। কেননা একজনের সামনে রয়েছে নতুন রেকর্ড গড়ার কীর্তি তো আরেকজনের সামনে রয়েছে ফর্মে ফেরার চ্যালেঞ্জ।

রোনালদো-লেভানডফস্কি দ্বৈরথে কে হাসবে বিজয়ের হাসি? এটা এখনই বলা সম্ভব হচ্ছে না। কেননা এ দুজনই হচ্ছেন এমন খেলোয়াড় তারা যে কোন মুহূর্তেই জ্বলে ওঠার ক্ষমতা রাখেন। তবে এবারের ইউরো আসরে এখনও অব্দি দুজনের একজনও সেভাবে দ্যুতি ছড়াতে পারেননি।

রোনালদো হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে কাটিয়েছেন গোলখরা। সেই সঙ্গে গড়েছেন ইউরোর চার আসরে গোল করার রেকর্ড। তার সামনে হাতছানি দিচ্ছে ইউরো কাপে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির ৯ গোলের রেকর্ড। মাত্র একটি গোল করতে পারলেই তিনি স্পর্শ করবেন রেকর্ডটি।

তবে ম্যাচটির আগে রিয়াল মাদ্রিদ তারকার সঙ্গে তার নিজ দেশের সংবাদকর্মীরা কথা বলতে চাইলেও ব্যর্থ হয়েছেন। কেননা ইউরোর আসরে প্রথম থেকেই বিতর্কে জড়ানো রোনালদোকে দলের কোচ ফার্নান্দো সান্তোষ সাংবাদিকদের সামনে থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তাইতো অনুশীলনের পর রোনালদোর দিকে পর্তুগালেরই কয়েকজন সাংবাদিক ছুটে গেলে বাধা দেন কোচ। সান্তোষের সাফ কথা, ম্যাচের আগে রোনালদোর সঙ্গে কথা বলা যাবে না। এ বিষয়ে সান্তোষের ব্যাখ্যা, ‘কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোনালদোর মনঃসংযোগে যাতে কোন বিঘ্ন না ঘটে, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি চাই এ সময় ম্যাচের বাইরে রোনালদো যেন অন্য কোনও বিষয় নিয়ে না ভাবে।’

সাংবাদিক সম্মেলনে পর্তুগাল দলের আরেক তারকা নানি বলেন, ‘রোনালদোর কাছে রেকর্ড গড়া নতুন কিছু নয়। আমি নিশ্চিত, বৃহস্পতিবার ও প্লাতিনির রেকর্ড স্পর্শ করবেই। ওকে সামনে রেখেই আমরা ইউরো কাপ জেতার স্বপ্ন দেখছি।’

এদিকে পর্তুগাল শিবিরে একটু অস্বস্তিও বিরাজ করছে। তার কারণ হচ্ছে দুটো হলুদ কার্ড দেখে দল থেকে ছিটকে পড়েছেন পেপে, উইলিয়াম কার্ভালো এবং রিকার্ডো কার্ভালো। এছাড়াও চোটের জন্য রাফায়েল গেহেইরো ও আন্দ্রে গোমেজের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এদিকে পোল্যান্ড শিবিরে একমাত্র অস্থিরতা, তা হলো লেভানডফস্কির অফ ফর্ম নিয়ে। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে ১৩ গোল করেছিলেন তিনি। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সেই তিনিই কিনা ইউরোতে এখনও গোলের দেখা পাননি।

লেভানডফস্কির সতীর্থ গোলকিপার ভইচেক স্ট্রেংসনে বলেন, ‘রবার্টের গোল না পাওয়া মিডিয়ার মাথাব্যথা হতে পারে। আমরা উদ্বিগ্ন নই। আমার বিশ্বাস এ ম্যাচেই (কোয়র্টার ফাইনাল) অপেক্ষার পালা শেষ হতে চলেছে। পর্তুগালের বিপক্ষে সে নিজের সেরাটা দিতে উজাড় করে দিতে তৈরি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির