‘রোনালদো-মেসিকে সিংহাসনচ্যুত করবে নেইমার’
পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের পেছনেই রয়েছেন নেইমার দ্য সিলভা। কিন্তু ব্রাজিলের প্রাক্তন কোচ লুইস ফিলিপে স্কলারি মনে করেন আগামী দুই বছরের মধ্যে রোনালদো ও মেসিকে সিংহাসনচ্যুত করবেন নেইমার। ইতিমধ্যে ব্রাজিলিয়ান তারকা সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বলেও মনে করেন তিনি।
স্কলারি বলেন, ‘রোনালদো ও মেসি সব সময় হাড্ডাহাড্ডি লড়াই করে। তাদের লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে। তবে, দুই বছর পর আমি নেইমারকেও সেখানে দেখব। সম্ভবত ইতিমধ্যে সে রোনালদো ও মেসিকে সিংহাসনচ্যুত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আগামী দুই বছরের মধ্যে রোনালদো ও মেসিকে পেছনে ফেলবে সে। কারণ, আমার কোচিং ক্যারিয়ারে হাতেগোনা যে কয়জন সেরা খেলোয়াড় পেয়েছি তার মধ্যে নেইমার অন্যতম।’
প্রাক্তন শিষ্য রোনালদোর প্রশংসা করে তিনি বলেন, ‘রোনালদো বিশ্বের সেরা ফুটবলার। কারণ সে বিশ্বের সেরা ফুটবলার হয়েছে। সে অনুশীলনেও যেমন, মাঠেও তেমন শতভাগ দিয়ে খেলে। অন্য খেলোয়াড়রা যা করে সে তা ভিন্নভাবে করে। সে যেভাবে যা করে মেসি সেটা ঠিক সেভাবে করতে পারছে না।’
তার কোচিং ক্যারিয়ারের সেরা কয়েকজন ফুটবলারের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘রিভালদো, রোনালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস। নেইমারও একজন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন