রোনাল্ডোর পাঁচ গোলে রিয়ালের জয়!
আগের দুটো ম্যাচে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি ৷তাই কেউ কেউ চিন্তায় পড়ে গিয়েছিলেন ৷তাঁকে কী আর ফের স্বমহিমায় দেখা যাবে না চলতি মরশুমে ? এমন প্রশ্ন জেগেছিল মনে৷কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কোনও বিকল্প নেই ৷এস্প্যানিয়লের বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি৷ হ্যাটট্রিক করলেন৷
শুধু হ্যাটট্রিক করলেন না, পাঁচ-পাঁচটি গোলও করলেন সিআর সেভেন৷রিয়ালের গোল উৎসবে সামিল হলেন করিম বেনজিমাও৷ তিনিও এক গোল করলেন৷ সবমিলিয়ে এস্প্যানিয়লকে ৬-১ গোলে উড়িয়ে দিল রিয়াল৷এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেল বেনিতেজের ছেলেরা৷
এদিন শুরু থেকেই ঝলক দেখানে থাকেন মাদ্রিদের রাজপুত্র৷ রোনাল্ডোর দাপটে প্রথম কুড়ি মিনিটের মধ্যেই তিন গোল হজম করে এস্প্যানিয়ল৷ হ্যাটট্রিক সেরে নেন সিআর সেভেন৷ সাত মিনিটেই খাতা খোলেন তিনি ৷এরপর ১৭ মিনিটে ব্যবধান বাড়ান রোনাল্ডো৷তিন মিনিট পরেই ফের গোল হ্যাটট্রিক করেন৷ ২৮ মিনিটে বেনজিমা গোল করে ৪-০ করেন৷ বিরতির সময় চার গোলেই এগিয়েছিল রিয়াল৷ বিরতির পরেও রোনাল্ডোর গোলক্ষুধা একটুকুও কমেনি৷ ফের দুটো গোল করেন৷এরপর আর এস্প্যানিয়ল ঘুরে দাঁড়াতে পারে নি৷
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন