রোববার থেকে সিম নিবন্ধন, ১৩ ডিসেম্বরের মধ্যে না করলে বন্ধ
সিম পুনঃনিবন্ধন শুরু হচ্ছে আগামী রোববার থেকে। একই সঙ্গে যাদের সিম সঠিকভাব নিবন্ধিত রয়েছে তাদের তথ্যাদি যাচাই করতে হবে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর মধ্যে সিম নিবন্ধন ও যাচাই না করলে সিম বন্ধ করে দেয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন। এর আগে তিনি টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’র সঙ্গে এক মতবিনিময় সভায় যোগদেন। প্রতিমন্ত্রী বলেন, ‘যারা ইতোমধ্যে সঠিকভাবে সিম নিবন্ধন করছেন, তাদের নিবন্ধনের প্রয়োজন নেই। তাদেরকে শুধু নিবন্ধন যাচাই করে নিতে হবে। তবে যাচাইয়ে যাদের নিবন্ধন সঠিকভাবে হয়নি বলে দেখা যাবে, তাদের সিম পুনঃনিবন্ধন করাতে হবে।’ তারানা হালিম বলেন, ‘গ্রাহকরা কীভাবে সিম যাচাই বা পুনঃনিবন্ধন করবেন, সেই প্রক্রিয়া আগামী রোববারের মধ্যে জানিয়ে দেয়া হবে।’ এদিকে প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই পর্যন্ত বাংলাদেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন