রোমান্টিক নায়ক হিসেবে শাহরুখ, বিপরীতে সোনম!
রোমান্টিক নায়ক হিসেবে এখনো অপ্রতিদ্বন্দ্বী শাহরুখ খান। তাই শুধু সাধারণ তরুণী থেকে বলিউডের অনেক নায়িকা, তাঁরাও নির্ঘুম রাত কাটান শাহরুখকে ভেবে। ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা গেল এমন নির্ঘুম রাত কাটানোর ঘটনা ঘটেছে অনিল কাপুরের কন্যা সোনম কাপুরের জীবনেও। খবরে আরো জানা গেল সম্প্রতি শাহরুখের নতুন ছবি ‘রইস’ দেখে না কি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সোনম। শিগগিরই বলিউড বাদশাহর সঙ্গে তাঁর দেখা হচ্ছে বলেও জানা যায় ওই খবরে।
দেখা তো হতেই পারে, তবে এই দেখা আর দশটা দেখা হওয়ার মতো নয়, এটা হলো নতুন ছবির সেটে দেখা হওয়া। মানে একটি নতুন ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন শাহরুখ ও সোনম। এমনও শোনা যাচ্ছে ছবিটির পরিচালনা করবেন আনন্দ এল রায়। কিন্তু শাহরুখের বিপরীতে দীপিকা নয় কেন? কে না জানে, বি-টাউনে দীপিকার শক্ত প্রতিদ্বন্দ্বী সোনম। আর শাহরুখ যেহেতু এরইমধ্যে দীপিকার সঙ্গে একটি নয়, দুটি নয়, তিন-তিনটি ছবি করে ফেলেছেন, তাই এবার তো কাপুর কন্যা সুযোগ পেতেই পারেন।
সোনম অবশ্য এরইমধ্যে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন। তাই এখন ক্যাটরিনা কাইফের মতো এই নায়িকাও হয়তো জুটি বাঁধতে যাচ্ছেন শাহরুখের সঙ্গে। আর যাই হোক, রায়ের পছন্দের নায়িকাদের মধ্যে সোনম রয়েছেন শীর্ষে। এছাড়া ‘রানঝানা’ ছবির পর এই অভিনেত্রী ও পরিচালক একসঙ্গে আর কোনো ছবিতে কাজ করেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













