রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকে নামিয়ে আনলো জাতিসংঘ

বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোর খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, তহবিল সংকটের কারণে প্রতিমাসে একজন রোহিঙ্গা নাগরিকের জন্য দেওয়া অনুদান ১২.৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান রয়টার্সকে বলেন, “গতকাল আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। আজ আমি একটি চিঠি পেয়েছি যাতে ৬.৫০ ডলার অনুদান কমানোর কথা নিশ্চিত করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।”
তিনি বলেন, “এখন তারা যা পাচ্ছে সেটাও যথেষ্ট নয়। অনুদান কমানোর ফলে তাদের যে সমস্যা হবে তা কল্পনা করাও কঠিন।”
এদিকে এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক সাহায্য কমানোর সঙ্গে সম্পর্কিত কি-না, সে বিষয়ে নিশ্চিতভাবে ওই চিঠিতে কিছু বলা হয়নি। মোহাম্মদ মিজানুর রহমান মনে করেন, এটি সম্ভবত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা কমানোর ফলস্বরূপ করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র ছিল শরণার্থী সহায়তা কর্মসূচির প্রধান দাতা।
তবে এই বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় মার্কিন দূতাবাসের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তারা সাড়া দেয়নি।
২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা ঘটায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)। সেই হামলার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ভয়াবহ অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।
সেনা সদস্যদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন হাজার হাজার রোহিঙ্গা। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাদেরকে কক্সবাজারের টেকনাফ জেলার কুতুপালংয়ে আশ্রয় দেওয়া হয়। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থাই চলে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ছে
বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্যবিস্তারিত পড়ুন

সরকারি উদ্যোগে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৬ হাজার টন চাল
সরকারি উদ্যোগে পাকিস্তান থেকে আমদানি করা চালের প্রথম চালানের একটিবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর নাম বদলে স্বাধীনতাবিরোধী শাহ আজিজের নামে হলের নাম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারেরবিস্তারিত পড়ুন