মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য অস্বস্তিকর’

রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা-কক্ষে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে বিশেষ প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত চোরাচালান দমনে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়কালে ৯ হাজার ৮৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। ১ হাজার ২৬১ কোটি টাকার মালামাল আটক করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৪৮৮ জনকে সাজা দেয়া হয়েছে।

এছাড়াও বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলোর মধ্যে- স্থলবন্দরগুলোতে স্ক্যানিং মেশিন চালু করা হবে, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং সীমান্তে টহল জোরদার করা হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনসহ পুলিশ, আনসার, কোস্টগার্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনা অভিযান। এরপর সহিংসতায় ৮৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। এছাড়া নিহতদের মধ্যে ৬৯ জনকেই ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসাবে দাবি করছে মিয়ানমার কর্তৃপক্ষ।

রাখাইনে দমন অভিযানের মুখে হাজার হাজার রোহিঙ্গা পালাতে বাংলাদেশ অভিমুখে রওয়ানা দেয়। এমন প্রেক্ষাপটে শুক্রবার রাতেও ৭টি নৌকায় করে নারী ও শিশুসহ প্রায় ১২৫ রোহিঙ্গা টেকনাফের নাফ নদীর সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কোস্টগার্ডের বাধার মুখে পড়ে ফিরে যায়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দমন অভিযানে পড়ে শত শত রোহিঙ্গা বাংলাদেশের উদ্দেশে পাড়ি জমায় বলে সেখানকার বাসিন্দারাও তা স্বীকার করেছে।

এর আগে ২০১২ সালে রাখাইনে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে ভয়াবহ দাঙ্গার পরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করে।

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট গতকাল শনিবার রাখাইনে নির্যাতিত রোহিঙ্গাদের পালানো এবং বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার খবর সত্য নয় বলে দাবি করেছে মিয়ানমার বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা