শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘রোহিঙ্গা মুসলমান হত্যায় বাংলাদেশের নীরব ভূমিকার কারণে স্বাধীনতাই ব্যর্থ’ রাষ্ট্রপতির কাছে কাদের সিদ্দিকী

ঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মিয়ানমারে বর্বরোচিত অত্যাচারে রোহিঙ্গা মুসলমানরা দেশছাড়ায় সেখানে মানবতা ভুলণ্ঠিত হচ্ছে।

বুধবার বিকালে নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বৈঠক করেন কাদের সিদ্দিকী।
তিনি বলেন, বাংলাদেশ এখানে নীরব ভূমিকা পালন করলে স্বাধীনতার ঘোষণাই ব্যর্থ হয়ে যায়। তাই রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিতে হবে এবং এই সমস্যা বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।

বর্তমান নির্বাচন কমিশনের কড়া সমলোচনা করে সংলাপে দলটির পক্ষ থেকে ৯ টি প্রস্তাব দেয়া হয়।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সার্চ কমিটি গঠন এবং আস্থাভাজন ও গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন।
দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন কমিশন এবং নির্বাচনকে প্রধান উপাদান উল্লেখ করে প্রস্তাবে বলা হয়, নির্বাচন কমিশন এবং নির্ভেজাল নির্বাচন জাতির জন্যে খুবই জরুরি। এজন্য প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও মুক্ত করতে হবে।

নির্বাচন কমিশন নতুন বিধি-বিধান প্রণয়ণের সময় নিবন্ধিত দলগুলোর সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনার ব্যবস্থা করবে বলেও প্রস্তাব করে কৃষক শ্রমিক জনতা লীগ। দলটির প্রস্তাব, নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত না নিয়ে নির্বাচন কমিশন নতুন কোনো নির্বাচনী বিধি-বিধান বহাল বা পরিবর্তন করতে পারবে না।
কৃষক শ্রমিক জনতা লীগের আরেক প্রস্তাবে বলা হয়, নির্বাচন কমিশনে অবশ্যই একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে।

নির্বাচনী প্রচারে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ওপর কোনো ধরনের বিধি-নিষেধ না রাখার প্রস্তাব করে দলটি।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বছরে দু-একবার হলেও বৈঠকের প্রস্তাব করে কৃষক শ্রমিক জনতা লীগ।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে তার সঙ্গে কথা বলেছি। সংবিধানের ১১৮ তম অনুচ্ছেদে অনুযায়ী তিনি স্বাধীন মুক্তভাবে নির্বাচন কমিশন গঠন করতে পারেন।
বর্তমান সংসদে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিরোধিতা করে তিনি বলেন, ‘বর্তমান সংসদ জনসমর্থনহীন। এ সংসদের ১৫৩ জন অনির্বাচিত, বাকীরা সামান্য ভোট পেয়েছেন। এই সংসদের দ্বারা কোনো আইনের প্রয়োজন নেই- আমরা রাষ্ট্রপতিকে এটা বলেছি।’

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কাদের সিদ্দিকীর সহধর্মিণী কৃষক শ্রমিক জনতা লীগের প্রেসিডিয়াম সদস্য নাসরিন কাদের সিদ্দকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা এমএ রশিদ, রফিকুল ইসলাম, আবুল হোসেন মল্লিক, হাবিবুন নবী সোহেল, রিফাতুল ইসলাম, ফরিদ আহমেদ ও মনোয়ারা বেগম।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে

নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালায় ফোরজি ইন্টারনেটের সর্বনিম্ন গতিবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন

  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
  • মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল