‘রোয়ানু’র প্রভাবে নিহত ৭

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে। এতে একই পরিবারের মা ও মেয়েসহ সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, ভোলা ও কক্সবাজারে দুজন করে মোট ছয়জন এবং পটুয়াখালীতে একজন নিহত হয়েছে। এ সময় শতাধিক লোক আহত হয়েছে।
ঝড়ের মূল অংশ আজ শনিবার দিনের শেষভাগে উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়া কার্যালয় আশঙ্কা প্রকাশ করেছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ঝড়ের অগ্রভাগের আঘাতে উপকূলীয় জেলা ভোলায় দুজনের মৃত্যু এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়টি আরো শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে।
ভোলায় এক নারী ও এক শিশু এবং পটুয়াখালীতে অপর একজন নিহত হয়েছে। ঝড়টি দক্ষিণ-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্বদিকে উপকূল বরাবর এগিয়ে যাচ্ছে।
ভোরে প্রবল বৃষ্টিতে ভূমিধসে চট্টগ্রাম বন্দরনগরীর পাহাড়ি সালিমুর এলাকায় এক নারী ও তাঁর মেয়ে নিহত হয়েছেন।
এ ছাড়া জলোচ্ছ্বাসে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের দুজনের মৃত্যু হয়। এর মধ্যে কৈয়ারবিল ইউনিয়নের মাস্টার ফয়েজুর রহমানের ছেলে ফজলুল হক (৫৫) দুই নৌকার মাঝখানে চাপা পড়ে প্রাণ হারান আর উত্তর ধুরুং ইউনিয়নের আবদুর রহিমের ছেলে মো. ইকবাল (২৫) বসতবাড়ির মাটির দেয়াল চাপা পড়ে প্রাণ হারায়।
সকালে আবহাওয়া কার্যালয়ের বিশেষ বুলেটিনে বলা হয়, সাইক্লোন উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টি সকাল ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ২৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, মংলা বন্দর থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ১৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
ঝড়টি পূর্ব-উত্তর-পূর্বদিকে এগিয়ে যেতে পারে এবং আজ সকাল থেকে দুপুর নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া কার্যালয় গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় সতর্কসংকেত নামিয়ে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে সাত নম্বর বিপদসংকেত এবং কক্সবাজারে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলে।
কর্তৃপক্ষ এর আগে উপকূলীয় এলাকা থেকে লোকজন আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনার কার্যক্রম শুরু করে ও সতর্কতামূলক প্রচার কার্যক্রম চালায়। উপকূলীয় ঝুঁকিপূর্ণ ১৩টি জেলা থেকে উদ্ধারকারী দল ২১ লাখ ৫০ হাজার লোক নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন