রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাহারুল (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার ভোররাতে ছাট কড়াইবাড়ী সীমান্তে ১০৫৫ আর্ন্তজাতিক সীমানা পিলারের সন্নিকটে গরু আনতে যান বাহারুল। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহতের লাশ বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিহত বাহারুল ছাট কড়াইবাড়ী গ্রামের বক্তার হোসেনের ছেলে।
৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিএসএফ’র নিকট তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
গত শুক্রবার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুখু মিয়া (২৮) নামে আরও এক গরু ব্যবসায়ী বিএসএফ’র গুলিতে নিহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে তিন উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলার ও তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার তিনবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে সড়ক অবরোধ প্রত্যাহার
কুড়িগ্রামে মটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসীরবিস্তারিত পড়ুন
স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া, জামায়াত নেতাকে গণধোলাই
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া হাতেনাতে ধরা পড়ার পর একবিস্তারিত পড়ুন