র্যাংকিংয়ে মুস্তাফিজের লাফ
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান। ওই দুই ম্যাচে তার আহামরি কোনো পারফরম্যান্স ছিল না। বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। তবুও আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক লাফে ৭৮ ধাপ এগিয়েছেন মুস্তাফিজ। ১১৫ নম্বর থেকে এগিয়ে এসে মুস্তাফিজের অবস্থান এখন ৩৭ নম্বরে।
উন্নতি হয়েছে আরেক পেসার আল-আমিন হোসেনেরও। ২ ম্যাচে ৩ উইকেট নেওয়া আল-আমিন ১৫ ধাপ এগিয়েছেন। ৫০ নম্বর থেকে এগিয়ে তার অবস্থান এখন ৩৫ নম্বরে।
বোলিংয়ের মতো ব্যাটিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা সাব্বির রহমান ৫৯ ধাপ এগিয়েছেন। চার ম্যাচে ১৪০ রান করা সাব্বির রয়েছেন ৭৯ নম্বরে। সিরিজের আগে তার অবস্থান ছিল ১৩৮ নম্বরে।
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। তবুও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সাকিব শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। সাকিবের পরেই রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। ব্যাটিং ও বোলিং বিভাগে সাকিবের অবস্থান যথাক্রমে ২২ ও ১০ নম্বরে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন