র্যাঙ্কিংয়ে উন্নতি সাকিব-মুশফিকের
ওয়েলিংটন টেস্টে দলীয় রেকর্ড ছাপিয়ে ব্যক্তিগত রেকর্ড বেশি ঝুলিতে পুরেছেন টাইগাররা। রেকর্ডময় জুটি গড়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।
আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে আট ধাপ এগোলেন সাকিব। বর্তমানের তাঁর অবস্থান ২৩তম। রেটিং ৪৩৬। মুশফিকের উন্নতি হয়েছে ১০ ধাপ। বর্তমানে তাঁর অবস্থান ৩৫তম। রেটিং ৫৭২।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রানের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যেটা বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান আর প্রথম ইনিংসের বিচারে সর্বোচ্চ সংগ্রহ।
তবে সবকিছু ছেড়ে আলোচনায় সাকিব-মুশফিকের ৩৫৯ রানের রেকর্ডময় জুটি। প্রথমবারের মতো সাকিবের দ্বিশতক। এখানেই শেষ নয়, সাকিবের ২১৭ রান টেস্টে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩ হাজার রানও পূর্ণ হয় সাকিবের। বাংলাদেশের হয়ে সবার আগে ৩ হাজার রান করেছিলেন হাবিবুল বাশার। এরপর ৩ হাজারী ঘরে নাম লেখান তামিম।
অপরদিকে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নেন মুশফিক। ২৬০ বলে ২৩টি চার ও ১টি ছয়ে খেলেন ১৫৯ রানের ইনিংস।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন