র্যাব পুলিশেরই অংশ : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ ও র্যাবের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। র্যাব পুলিশেরই অংশ। দুই-একটি বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে তা প্রচারের কিছু নেই।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয় চিত্রশালা প্লাজায় চিত্রাঙ্কণ প্রতিযোগিতাটি আয়োজন করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও র্যাবের মধ্যে কোন ভুল বোঝাবুঝি নেই। একটি পরিবারে থাকলে ভাই-বোনদের মধ্যেও কিছু সমস্যা হতে পারে। তবে এটি নিয়ে আমরা চিন্তিত নয়।
সম্প্রতি পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বরাবর একটি অভিযোগপত্র পাঠান বলে গণমাধ্যমে খবর এসেছে।
ওই অভিযোগপত্রে তিনি লিখেছেন, ‘র্যাব সদস্যদেরকে পুলিশ হেনস্থা করছে, দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী দু’টি দলের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। এছাড়া পুলিশ বাহিনী তথা সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হতে পারে।
চীনের সঙ্গে চুক্তির বিষয়ে কামাল বলেন, চীনা রাষ্ট্রপতির এ সফরে কোন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রয়োজনীয়তার বিষয়ে কাজ করছে, যেখানে চীনের কাছ থেকে সহযোগিতা নেওয়া যায়। এবার না হলেও, ভবিষ্যতে চীনের সঙ্গে চুক্তি হতে পারে।
কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিম-লীর চেয়ারপারসার অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, খেলাঘরের সাধারণ সম্পাদক আবু ফারাহ্ পলাশ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন