র্যাংকিংয়ে আটে যাবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারালেই !
সদ্য শেষ হওয়া ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই সুযোগটা এসেছিল। এই সিরিজ ২-০তে জিততে পারলেই প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ে আটে উঠে যেত বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম টেস্ট জিতলেও চট্টগ্রাম টেস্টের হারে বাংলাদেশের সে আশা পূরণ হয়নি। তবে র্যাংকিংয়ে আটে ওঠার সুযোগটা এখনো রয়েছে লাল-সবুজের দলের সামনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে অন্তত একটা ম্যাচ জিততে পারলেই সে স্বপ্ন পূরণ হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে না পারলেও ৫ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। তবে র্যাংকিংয়ে উন্নতি হয়নি, ৯ নম্বরেই রয়ে গেছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৯। পাঁচ রেটিং পয়েন্ট যোগ হওয়ায় এখন হয়েছে ৭৪। দক্ষিণ আফ্রিকাকে অন্তত একটি ম্যাচে হারাতে পারলেই ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে বাংলাদেশ।
আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে হবে দ্বিতীয় টেস্ট।
১২৫ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারত। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১১০। ১০৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। চারে রয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে হেরে পাঁচে নেমে গেছে অস্ট্রেলিয়া। ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান (৯৩)। এরপর রয়েছে শ্রীলঙ্কা (৯০)। ৭৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং বর্তমানে ৭৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন