র্যাংকিংয়ে একলাফে ১৬ ধাপ উঠলেন আল আমিন

ঘরের মাঠে এশিয়া কাপে অসাধারণ সাফল্য ছিল তাঁর। পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়ে এশিয়ার সেরা বোলারের পুরস্কারটা পেয়েছেন পেসার আল আমিন হোসেন। এবার আইসিসিরও স্বীকৃতি পেলেন তিনি, টি-টোয়েন্টির বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ ১৫ জনের মধ্যে উঠে এসেছেন এই ডানহাতি পেসার।
এই এশিয়া কাপের আগে তাঁর র্যাংকিং ছিল ৩১তম। ১৬ ধাপ এগিয়ে এখন তিনি ১৫তম।
অবশ্য র্যাংকিংয়ে আল আমিনের উন্নতিটা বেশ দ্রুতই হয়েছে। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে ফেরার আগে তার র্যাংকিং ছিল ৫৭। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে একলাফে ৩১তম স্থানে উঠে আসেন তিনি।
এই মুহূর্তে আল আমিনের রেটিং পয়েন্ট ৬১২। এটি তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং।
অথচ গত বছর ফেব্রুয়ারিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরত এসেছিলেন তিনি। তখন হয়তো অনেকেই ভেবেছিলেন তাঁর ক্যারিয়ারটাই বুঝি শেষ হয়ে গেছে। গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে দলে ফিরে তারই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের দলেও জায়গা করে নেন আল আমিন, জানিয়ে দেন তিনি হারিয়ে যাওয়ার মতো নন।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাংকিংয়ে অবশ্য অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন নবম স্থানে। এশিয়া কাপ শেষে একধাপ উন্নতি হয়েছে তাঁর, এর আগে তিনি ছিলেন দশম। এ ছাড়া মুস্তাফিজুর রহমান ২৮তম, মাশরাফি বিন মুর্তজা ৩৩তম ও তাসকিন আহমেদ আছেন ৭৬তম স্থানে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন