মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

লক্ষীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরে আবু জাহের আহমেদ ওরফে ধামা কালা (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, তিনি ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যা, ডাকাতি ও নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, স্থানীয় বিএনপিকর্মী হওয়ায় ডিবি পুলিশ পরিচয়ে তাকে ঘর থেকে আটক করে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

সদর উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামে মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু জাহের চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) জোনায়েদ কাওছার বলেন, আবু জাহের চিহ্নিত ডাকাত ছিল। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যা, ডাকাতি, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি জানান, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্তে বেশ কয়েক রাউন্ড পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতবাহিনী চলে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আবু জাহেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ সময় তার কাছে থাকা একটি এলজি, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ অভিযানে ডাকাতদের আক্রমণে পাঁচ পুলিশ সদস্য আহত হন বলেও জানান এ সহকারী পুলিশ সুপার। আহত পুলিশ সদস্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে নিহতের মা খাদিজা বেগমের দাবি, স্থানীয় বিএনপিকর্মী হওয়ায় ডিবি পুলিশ পরিচয়ে তার ছেলে আবু জাহেরকে ঘর থেকে আটক করে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর সকালে লতিফপুরে সন্ত্রাস নির্মূল কমিটির আহ্ববায়ক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওমর ফারুককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় পরদিন থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আবু জাহের ওরফে ধামা কালা ওই মামলার এজাজার নামীয় আসামি ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায়  ভয়াবহ রূপ ধারণ করেছে।  মানুষজনবিস্তারিত পড়ুন

এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী

এসএমই ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন সাবেকবিস্তারিত পড়ুন

কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর

কক্সবাজারে পাহাড় ধসে মারা গেলেন মসজিদের এক মুয়াজ্জিন এবং তারবিস্তারিত পড়ুন

  • গুরুতর অসুস্থ কে এম সফিউল্লাহ
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • রাজধানীর পান্হপথে ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসার রান্নাঘরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
  • বাজেট হয় কাগজে কলমে, প্রতিফলন নেই সমাজে
  • রাজধানীতে স্বস্তির বৃষ্টি
  • ভেঙে যাচ্ছে সুন্দরবনের উপকূলীয় এলাকা
  • ঢাকার প্রাকৃতিক জলাশয় রক্ষায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে: বিভাগীয় কমিশনার
  • রাজধানীতে পিস্তল লোড-ডাউনলোডের সময় অস্ত্রের দোকানের কর্মচারী গুলিবিদ্ধ
  • গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২